Advertisement
০৫ মে ২০২৪

চাকরির নামে প্রতারণা, ধৃত এক

পুলিশ সূত্রের খবর, মাস চারেক আগে মাসে ২০ হাজার টাকা ভাড়ায় একটি বাড়ির তিনতলায় প্রায় ৭০০ বর্গফুটের ফ্ল্যাট ভাড়া নেয় একটি সংস্থা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৮ ০৩:০৮
Share: Save:

তিনতলা বাড়ির উপরের তলায় তৈরি করা হয়েছিল ঝাঁ চকচকে অফিস। অভিযোগ, সেই অফিস থেকেই চলছিল চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণা চক্র। সোমবার রাতে দু’টি গাড়িতে মালপত্র নিয়ে সরে পড়ার মতলব করতেই এলাকার লোকজন হাতেনাতে ধরে ফেলেন চক্রের দুই মাথাকে। উত্তেজিত জনতা একটি ট্রাক ও গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ এসে ওই অফিস থেকে প্রচুর সরকারি চাকরির জাল নিয়োগপত্র-সহ ২০টি কম্পিউটার উদ্ধার করে। গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। হাওড়া আন্দুল রোডের লালকুঠির কাছে ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রের খবর, মাস চারেক আগে মাসে ২০ হাজার টাকা ভাড়ায় একটি বাড়ির তিনতলায় প্রায় ৭০০ বর্গফুটের ফ্ল্যাট ভাড়া নেয় একটি সংস্থা। বাড়ির মালিক সমীর দত্তকে সংস্থার তরফে জানানো হয়, ওই অফিসে মূলত সরকারি কাজকর্ম হবে। মঙ্গলবার সমীরবাবুর বৌমা শ্রদ্ধা দত্ত জানান, গত কয়েক মাস ধরে অফিসের মালিক ভাড়া দেননি। শ্রদ্ধা বলেন, ‘‘সোমবার মালপত্র সরানোর খবর পাওয়ার পরেই কয়েকশো ছেলেমেয়ে চাকরির দাবিতে এসে বিক্ষোভ দেখান। তখন বুঝি গোলমাল আছে। পুলিশ আসার পরে বুঝতে পারি লোক ঠকানোর ব্যবসা চলছিল।’’

এলাকার তৃণমূল নেতা মাসুদ আলম খান ওরফে গুড্ডু জানান, ডোমজুড়ের একটি ছেলের কাছ থেকে ওই সংস্থা ১১ লক্ষ টাকা নিয়েছিল রেলে চাকরি পাইয়ে দেওয়ার জন্য। দিনের পর দিন ঘোরালেও চাকরি বা টাকা দিতে পারেনি। এই খবর শুনে পুলিশকে জানান তিনি।

হাওড়ার এসিপি (দক্ষিণ) গুলাম সারওয়ার বলেন, ‘‘প্রতারণার মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। প্রথমে দু’জনকে আটক করা হলেও পরে তাঁদের একজনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest job Fraud
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE