ভিন্ রাজ্যে পালিয়ে বেড়ালেও শেষরক্ষা হল না। কলকাতার এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করেছিল অভিযুক্ত। সেই সূত্রেই তাকে ধরল পুলিশ। ধৃতের নাম মনোজ আগরওয়াল। মঙ্গলবার তাকে হরিয়ানার ঝাজ্জরের হোটেল থেকে গ্রেফতার করে ভবানীপুর থানা। বুধবার তাকে কলকাতায় এনে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয়। বিচারক মনোজকে ১১ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
শরৎ বসু রোডের একটি মোবাইলের দোকানের মালিক পুলিশে অভিযোগ জানান যে, মনোজ তাঁকে একটি মোবাইল সংস্থার ডিস্ট্রিবিউটরের নাম করে ফোন করে বলে, বাজারে আসা নতুন মডেলের ফোন কিনলে সস্তায় মিলবে। দোকান-মালিক ওই ডিস্ট্রিবিউটর সংস্থার অ্যাকাউন্টে প্রায় পৌনে আট লক্ষ টাকা পাঠান। মনোজ পেমেন্টের স্ক্রিনশট চেয়ে নেয়। এর পরে একটি কুরিয়র সংস্থার কর্মীর মাধ্যমে ওই ডিস্ট্রিবিউটর সংস্থার অফিসে স্ক্রিনশট দেখিয়ে প্রায় পৌনে আট লক্ষ টাকার বিভিন্ন মডেলের মোবাইল ও সরঞ্জাম কেনে সে। প্রতারিত দোকানি পুলিশের দ্বারস্থ হন।
ভবানীপুর থানার ওসি বোধিসত্ত্ব প্রামাণিকের নেতৃত্বে দল তৈরি হয়। পুলিশ জানতে পারে, মধ্যমগ্রামের একটি দোকান ওই হ্যান্ডসেটগুলি কিনেছে। সেই দোকানের মালিক জানান, সরাসরি তাঁর থেকে টাকা নেয়নি মনোজ। বিভিন্ন জায়গার কয়েকটি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা নিয়েছে সে। এর মধ্যেই কলকাতায় মনোজের এক বান্ধবীর সন্ধান মেলে। তাঁর সূত্রেই মনোজের খোঁজ মেলে হরিয়ানায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)