Advertisement
E-Paper

মেয়রকে ‘চোর’ বলে বিরোধীদের হট্টগোল পুরসভার অধিবেশনে

পুরসভার অধিবেশনে খোদ ‘মেয়র’কেই চোর বলে সম্বোধন করা হল! সৌজন্যে নারদ নিউজের স্টিং অপারেশন। শুধু তাই নয়, শাসক পক্ষের সঙ্গে বিরোধীদের একপ্রস্থ হাতাহাতিও হয়। যার জেরে আহত হলেন সিপিএমের এক মহিলা কাউন্সিলর। ধাক্কাধাক্কিতে ওই দলেরই অন্য এক কাউন্সিলরের পাঞ্জাবি গেল ছিঁড়ে। আর যাঁকে ঘিরে এত কাণ্ড, সেই মেয়র ‘অনভিপ্রেত ঘটনা’ বলেই দায় সারলেন!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ১৫:২০

পুরসভার অধিবেশনে খোদ ‘মেয়র’কেই চোর বলে সম্বোধন করা হল! সৌজন্যে নারদ নিউজের স্টিং অপারেশন। শুধু তাই নয়, শাসক পক্ষের সঙ্গে বিরোধীদের একপ্রস্থ হাতাহাতিও হয়। যার জেরে আহত হলেন সিপিএমের এক মহিলা কাউন্সিলর। ধাক্কাধাক্কিতে ওই দলেরই অন্য এক কাউন্সিলরের পাঞ্জাবি গেল ছিঁড়ে। আর যাঁকে ঘিরে এত কাণ্ড, সেই মেয়র ‘অনভিপ্রেত ঘটনা’ বলেই দায় সারলেন!

এ দিন কলকাতা পুরসভায় ভোট অন অ্যাকাউন্ট ছিল। শাসক পক্ষের পাশাপাশি বিরোধীরাও সেই অধিবেশনে উপস্থিত ছিলেন। ফরোয়ার্ড ব্লকের নেতা সদ্য প্রয়াত অশোক ঘোষের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে অধিবেশন শুরু হয়। ওই এক মিনিটই যা শান্ত ছিল অধিবেশন। তার পরেই ধুন্ধুমার কাণ্ড। এক দিকে মেয়র ভোট অন অ্যাকাউন্ট ঘোষণা করছেন, অন্য দিকে বিরোধীরা প্রবল চিত্কার শুরু করেন। ‘মেয়র চোর’ বলে চিত্কার করতে করতে একটা সময়ে তাঁরা ওয়েলে নেমে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

নারদ-কাণ্ডের প্রতিবাদে প্রতীকি ভাবে টাকা ওড়াতে নকল টাকা ভর্তি ব্যাগ নিয়ে এসেছিলেন কংগ্রেসের প্রকাশ উপাধ্যায়। তাঁর হাত থেকে ওই ব্যাগ কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এর পরেই ধাক্কাধাক্কি হয় দু’পক্ষের। অন্য দিকে, জাতীয় সঙ্গীত শেষে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়। অধিবেশন শেষে মেয়র নিজের ঘরের দিকে এগোতেই বিরোধীরাও তাঁর পিছন নেন। মেয়রের ঘরে ঢোকার চেষ্টা করলে শাসক দলের বেশ কয়েক জন কাউন্সিলর বিরোধীদের উপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে ফের হাতাহাতি শুরু হয়। সিপিএমের এক মহিলা কাউন্সিলর সামান্য আহত হন। সিপিএমের আর এক কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তীর পাঞ্জাবি ছিঁড়ে যায়। পরে এই ঘটনা নিয়ে পরে শোভনবাবু বলেন, ‘‘সীমাহীন অভব্যতা হয়েছে। কাঙ্ক্ষিত নয়। দু’পক্ষেরই সংযত থাকা উচিত ছিল।’’

meyor sovan chattopadhyay Kolkata Municipal Corporation narad-news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy