Advertisement
E-Paper

কলকাতার দুই পুজোয় ঠাকুর দেখতে যাওয়া যাবে পোষ্য নিয়ে, উত্তর এবং দক্ষিণে দুই শারদোৎসবে অভিনবত্বের ছোঁয়া

এ বার কলকাতার দুই প্রান্তের দু’টি পুজোয় অভিনব চিত্র ফুটে উঠবে। প্রথমটি উত্তর কলকাতার বিধান সরণি অ্যাটলাস ক্লাবের পুজো, অন্যটি দক্ষিণ কলকাতার পিকনিক গার্ডেন এলাকার ৩৯ পল্লী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৯
২০২৪ সালের অক্টোবর মাসে বিধান সরণি এ্যাটলাস ক্লাবের পুজোয় নিজের পোষ্যকে নিয়ে ছবি তুলেছিলেন এক যুবক।

২০২৪ সালের অক্টোবর মাসে বিধান সরণি এ্যাটলাস ক্লাবের পুজোয় নিজের পোষ্যকে নিয়ে ছবি তুলেছিলেন এক যুবক। ছবি সৌজন্য ফেসবুক

কলকাতার শারদোৎসবে প্রতি বছর কোনও না কোনও অভিনবত্ব সংযোজিত হয়। কোথাও থিমে আধুনিকতার ছোঁয়া ধরা পড়ে, কোথাও আবার দেবীমূর্তি দিয়েই শৈল্পিক ভাবনা ফুটিয়ে তোলেন শিল্পীরা। এ বার কলকাতার দুই প্রান্তের দু’টি পুজোয় একই অভিনবত্বের চিত্র ফুটে উঠবে। প্রথমটি উত্তর কলকাতার বিধান সরণি অ্যাটলাস ক্লাবের পুজো, অন্যটি দক্ষিণ কলকাতার পিকনিক গার্ডেন এলাকার ৩৯ পল্লী। দু’টি পুজোয় দর্শনার্থীরা তাঁদের পোষ্যদের নিয়ে ঠাকুর দেখতে যেতে পারবেন। সাধারণ মানুষের সঙ্গেই পোষ্যরাও মণ্ডপে ঢুকতে পারবে বলেই পুজো কমিটিগুলির তরফে জানানো হয়েছে।

যদিও বিধান সরণি অ্যাটলাস ক্লাবের পুজোয় এমন উদ্যোগ প্রথম নয়। ২০২২ সালের শারদোৎসবের সময় থেকেই মণ্ডপে পোষ্যদের নিয়ে প্রবেশের সিদ্ধান্ত কার্যকর করেছেন কর্তৃপক্ষ। ২০২৩ এবং ২০২৪ সালের দুর্গাপুজোতেও সেই রীতি বহাল রেখেছিলেন তাঁরা। অনেক দর্শকই তাঁদের প্রিয় পোষ্য সারমেয় কিংবা বিড়ালদের মণ্ডপে এনে ফোটো তুলে নিয়ে গিয়েছেন বলেই জানাচ্ছেন পুজো কমিটির কর্তারা। আর তাই এমন সাড়া পেয়ে ২০২৫ সালের দুর্গোৎসবেও সেই রীতি বজায় থাকবে বলে জানিয়েছেন পুজো কমিটির সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র। আর পিকনিক গার্ডেন এলাকার ৩৯ পল্লী ক্লাব এ বছর থেকেই পোষ্যদের তাদের পুজোমণ্ডপে নিয়ে যাওয়া যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

পিকনিক গার্ডেন ৩৯ পল্লীর পুজোয় ঠাকুর দেখা যাবে বাড়ির পোষ্যদের নিয়ে, শিল্পী স্নেহাশিস দাস ব্যস্ত পুজোর শেষ প্রস্তুতিতে।

পিকনিক গার্ডেন ৩৯ পল্লীর পুজোয় ঠাকুর দেখা যাবে বাড়ির পোষ্যদের নিয়ে, শিল্পী স্নেহাশিস দাস ব্যস্ত পুজোর শেষ প্রস্তুতিতে। নিজস্ব ছবি।

অ্যাটলাস ক্লাব তাদের পুজোর প্রচারেও নিজেদের ‘পোষ্য-বান্ধব’ বলেই প্রচার শুরু করেছে। ৪২তম বর্ষের শারদোৎসবে শিল্পী শাশ্বতের ভাবনায় সেজে উঠছে ওই ক্লাবের পুজো। তবে দক্ষিণের ৩৯ পল্লী পোষ্যদের নিয়ে দর্শনার্থীদের ঠাকুর দেখতে আসার বিষয়ে প্রচার করতে নারাজ। সম্পাদক গৌতম রায়চৌধুরী বলেন, ‘‘অনেকের কাছে পোষ্যেরা সন্তানের মতো। সেই সন্তানসম পোষ্যকে একা বাড়িতে রেখে ঠাকুর দেখতে বেরিয়ে মন ঠিক রাখতে পারেন না তাঁরা। তাই যাঁরাই আমাদের মণ্ডপে পোষ্যদের নিয়ে ঠাকুর দেখতে আসবেন, তাঁদের সকলকেই আমরা ঠাকুর দেখার সুযোগ করে দেব।’’ প্রসঙ্গত, ৩৯ পল্লী পুজোর থিম, ‘আমরা আমাদের মতো’। শিল্পী স্নেহাশিস দাস ‘ডাউন সিনড্রোমে’ আক্রান্ত শিশুদের নিয়ে এই শারদোৎসব সাজিয়ে তুলছেন।

Durga Puja 2025 Pets Kolkata Durga Puja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy