একটি পরিত্যক্ত স্যুটকেসকে ঘিরে আতঙ্ক ছড়াল। মঙ্গলবার, কলকাতা বিমানবন্দরে। পুলিশ জানায়, এ দিন বিকেলে বিমানবন্দরের গেটের বাইরে ট্রলির উপরে একটি স্যুটকেস বেশ কিছুক্ষণ পড়ে থাকতে দেখা যায়। সেটি সকলের নজরে পড়তেই নতুন টার্মিনালের একতলায় ৩এ গেটের সামনের এলাকা খালি করে চলে তল্লাশি। তল্লাশিতে দেখা যায়, স্যুটকেসের ভিতরে ভর্তি জামাকাপড়। স্যুটকেেস লাগানো বিমানসংস্থার ট্যাগ থেকে জানা গিয়েছে, সেটির মালিক ইন্ডিগোর বিমানে চেন্নাই থেকে এসেছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমান, স্যুটকেসটি ভুলে ফেলে যান মালিক।