আর জি কর হাসপাতালে পড়ুয়া-চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনাস্থলে তাঁর পরিবারকে যেতে দেওয়ার অনুমতি চেয়ে শিয়ালদহ আদালতে আর্জি জানালেন নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী। সোমবার শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক অরিজিৎ মণ্ডলের এজলাসে এই আবেদন জানানো হয়। এ দিন আদালতে হাজির ছিলেন নিহতের বাবা-মা। তাঁদের আইনজীবী অমর্ত্য দে জানান, আগামী সোমবার এই আর্জির শুনানি হওয়ার কথা।
আগেও আর জি কর-কাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। কিন্তু গত বৃহস্পতিবার হাই কোর্ট নির্যাতিতার আইনজীবীকে জানায়, মূল মামলার বিচার প্রক্রিয়া শিয়ালদহ আদালতে হচ্ছে, তাই আর্জি সেখানেই জানাতে হবে। সেই মতো এ দিন শিয়ালদহ আদালতে ওই আর্জি জানান অমর্ত্য। হাই কোর্ট আরও জানিয়েছিল, শিয়ালদহ আদালতে আর্জি জানানোর ৪৮ ঘণ্টার মধ্যে আদালত সিদ্ধান্ত নেবে।
তবে, এ দিন অমর্ত্য বলেন, ‘‘বিচারক অরিজিৎ মণ্ডল আগামিকাল থেকে একটি প্রশিক্ষণ নিতে যাচ্ছেন। যে হেতু প্রথম থেকে তিনি এই মামলা শুনছেন, তাই তাঁকে অনুরোধ করেছিলাম, তিনিই যেন এটি শোনেন। আগামী সোমবার শুনানির জন্য বিচারককে অনুরোধ করা হয়েছিল। তিনি সম্মত হয়েছেন।’’ এ দিন আদালতের বাইরে নির্যাতিতার বাবা বলেন, ‘‘হাই কোর্টে যে আর্জি জানিয়েছিলাম, শিয়ালদহ আদালতেও সেই আর্জি জানিয়েছি। আর্জি মঞ্জুর না হলে ফের হাই কোর্টে যাব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)