সকাল থেকেই আকাশের মুখ ভার। সূর্য উঁকি মারছে কখনও সখনও। বৃহস্পতিবার সকালে আকাশের মুখ দেখেই শহরবাসী বুঝে গিয়েছিলেন, ঝলমলে আকাশে সূর্যগ্রহণ দেখার আশা প্রায় নেই। তবু উৎসাহে ভাটা পড়েনি। অনেকেই চোখ রাখলেন টেলিস্কোপে। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়ামে (বিআইটিএম) টেলিস্কোপ দিয়ে গ্রহণ দেখতে ভিড় জমল সকাল সাড়ে সাতটা থেকে।
টেলিস্কোপ দিয়ে গ্রহণ দেখার আশায় বিআইটিএমে সকাল সকালই মা শ্রুতি জৈনের সঙ্গে পৌঁছে গিয়েছিল সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র আরহন জৈন। শ্রুতি বললেন, ‘‘সকালে মেঘ দেখে ছেলের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু তবু মেঘ সরলে যদি গ্রহণ দেখা যায়, এই আশায় চলে এসেছিলাম ছেলেকে নিয়ে।’’ পুরোপুরি হতাশ অবশ্য হতে হয়নি আরহনকে। তার কথায়, ‘‘সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত ফিল্টার দেওয়া টেলিস্কোপে সূর্যগ্রহণ দেখতে পেয়েছি। দারুণ লাগল।’’ ডিপিএস রুবি পার্কের পঞ্চম শ্রেণির ছাত্র রুসান বসু বলে, ‘‘ভেবেছিলাম মেঘের জন্য দেখতে পাব না। কিন্তু ১১টা নাগাদ মেঘ কেটে গিয়ে কিছু ক্ষণের জন্য সূর্যের দেখা মিলেছিল। তখন গ্রহণ দেখেছি। তবে সে সময়ে চোখে ফিল্টার চশমা পরেছিলাম। আমাদের বলে দেওয়া হয়েছিল যে, ফিল্টার লাগানো চশমা না পরলে চোখের ক্ষতি হতে পারে।’’
বিআইটিএমের টেকনিক্যাল অফিসার গৌতম শীল এ দিন বলেন, ‘‘অভিভাবক ও ছাত্র মিলে এক হাজারেরও কিছু বেশি মানুষ আজ এখানে সূর্যগ্রহণ দেখেছেন। তিনটে টেলিস্কোপের সাহায্যে দেখানো হয়েছে সূর্যগ্রহণ। এ ছাড়া সাদা বোর্ডের উপরে সূর্যের ছায়া ফেলেও গ্রহণ দেখানো হয়েছে।’’