Advertisement
১১ মে ২০২৪
Medical College

মেডিক্যাল কলেজের ৬ তলা থেকে রোগীর মরণঝাঁপ

হাসপাতাল সূত্রে খবর, এ দিন বেলা ১১টা নাগাদ চিকিৎসক ওই ওয়ার্ডে রাউন্ডে থাকাকালীনই হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করেন ওই যুবক।

কলকাতা মেডিক্যাল কলেজ।

কলকাতা মেডিক্যাল কলেজ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১৩:৪০
Share: Save:

চিকিৎসক এবং হাসপাতাল কর্মীদের সামনেই ওয়ার্ডের খোলা জানলা দিয়ে ঝাঁপ মারলেন এক রোগী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তাঁর। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজের নিউ এমারজেন্সি বিল্ডিংয়ে।

ওই ভবনের ছ’তলায় রয়েছে স্নায়ুরোগ বিভাগ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই অটো ইমিউন এনসেফেলাইটিস-এ আক্রান্ত হয়ে ওই বিভাগে ভর্তি হন রিয়াজুদ্দিন মণ্ডল নামে ২০ বছরের এক যুবক।

হাসপাতাল সূত্রে খবর, এ দিন বেলা ১১টা নাগাদ চিকিৎসক ওই ওয়ার্ডে রাউন্ডে থাকাকালীনই হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করেন ওই যুবক। কেউ কিছু বোঝার আগেই তিনি পৌঁছে যান জানলার কাছে। ওই ভবনের জানলায় এখনও কোনও গ্রিল লাগানো নেই। সেই খোলা জানলা দিয়েই ঝাঁপ দেন ওই রোগী। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে ওই জানলায় গ্রিল বসানো হবে যাতে, ভবিষ্যতে এ রকম ঘটনা এড়ানো যায়। তবে, কী ভাবে হাসপাতাল কর্মীদের উপস্থিতিতে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Medical College Kolkata Hospitals Accidental Deaths
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE