Advertisement
২০ এপ্রিল ২০২৪
Crime

নিয়ম ভেঙে পার্কিং ফি ‘আদায়’

পার্কিং লটে ফি তোলার কাজে যুক্ত ছিলেন যাঁরা, তাঁরাই মূলত এটা করছেন বলে অভিযোগ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২০ ০১:৪৪
Share: Save:

করোনার প্রকোপ শুরু হতেই দেশ জুড়ে লকডাউন শুরু হয়েছিল গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে। তখন থেকেই কলকাতায় পার্কিং ফি তোলা বন্ধ করা হচ্ছে বলে জানিয়ে দেয় পুর প্রশাসন।অর্থাৎ, শহরের কোনও রাস্তায় গাড়ি রাখার জন্য দিনে বা রাতে পার্কিং ফি দিতে হবে না। সেই নির্দেশ বলবৎ থাকা সত্ত্বেও কলকাতার বিভিন্ন এলাকায় পার্কিং ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পার্কিং লটে ফি তোলার কাজে যুক্ত ছিলেন যাঁরা, তাঁরাই মূলত এটা করছেন বলে অভিযোগ। বিশেষত, বড়বাজার এলাকায় পার্কিং ফি আদায় করা চলছে জোরকদমে। ওই এলাকার একাধিক বাসিন্দা ও ব্যবসায়ী এ নিয়ে পুরসভার কাছে অভিযোগও জানিয়েছেন। বৃহস্পতিবার পুরসভার পার্কিং দফতরের দায়িত্বপ্রাপ্ত পুর প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার বলেন, ‘‘মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শহরের কোথাও পার্কিং ফি দিতে হবে না বলে জানানো হয়েছিল। এর পরেও যাঁরা পার্কিং ফি আদায় করছেন, তাঁরা পুরোপুরি বেআইনি কাজ করছেন। এমনকি, পার্কিং লটের বরাত পাওয়া এজেন্সির মেয়াদও শেষ হয়ে গিয়েছে।’’ তিনি আরও জানান, করোনা ও আমপান মোকাবিলায় ব্যস্ত প্রশাসকমণ্ডলী এবং ওয়ার্ড কোঅর্ডিনেটরেরা। ফলে পার্কিং ফি আদায়ের অভিযোগ পেলেও পুরসভা এখন অভিযান চালাতে পারছে না। দেবাশিসবাবু বলেন, “যাঁরা ওই পার্কিং ফি আদায় করছেন, তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ফি দেবেন না। কেউ চাইতে এলে পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Car Parking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE