Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Tram

যাত্রায় স্বাচ্ছন্দ্য আনতে এক কার্ডেই বাস-ট্রাম-লঞ্চ

শীতের মরসুমে পর্যটনে আগ্রহী যাত্রীদের বিশেষ সুবিধা দিতেই এমন উদ্যোগ বলে পরিবহণ দফতর সূত্রের খবর।

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ০২:৩২
Share: Save:

কলকাতা শহরে প্রতিদিন যাঁদের একাধিক গণপরিবহণ ভেঙে কর্মস্থলে যেতে হয়, তাঁদের দুর্ভোগ এ বার কাটতে চলেছে। পাশাপাশি, সারা বছর অসংখ্য পর্যটক কলকাতায় আসেন। তাঁরা যাতে স্থল ও জলপথে ঘুরে মসৃণ ভাবে বিভিন্ন দ্রষ্টব্য দেখতে পারেন, ব্যবস্থা হচ্ছে তারও। সৌজন্য, রাজ্য পরিবহণ নিগমের একটি বিশেষ কার্ড। মাত্র ১০০ টাকার ওই কার্ড কিনলে এক দিনের জন্য নিগমের অধীনে থাকা এসি, নন-এসি, ভলভো বাসের পাশাপাশি ট্রাম এবং লঞ্চে সফর করা যাবে। আগামী ২১ জানুয়ারি এই পরিষেবা চালু হচ্ছে। তবে এই বিশেষ কার্ডে শুধু নিয়মিত রুটেই সরকারি বাস, ট্রাম বা লঞ্চে যাতায়াতের সুযোগ মিলবে। বিনোদনমূলক লঞ্চ বা পরিবহণ নিগমের বিশেষ ট্রামে উঠতে গেলে কিনতে হবে পৃথক কার্ড।

শীতের মরসুমে পর্যটনে আগ্রহী যাত্রীদের বিশেষ সুবিধা দিতেই এমন উদ্যোগ বলে পরিবহণ দফতর সূত্রের খবর।

ইউরোপের বিভিন্ন শহরে মূলত পর্যটকদের জন্য চালু আছে ‘হপ অন, হপ অফ’ পরিষেবা। এতে একটি বিশেষ কার্ড কিনলে সারা দিনে গণপরিবহণের বিভিন্ন মাধ্যম যত বার খুশি ব্যবহার করা যায়। অনেকটা সেই ধাঁচেই এ বার কলকাতা শহরে এই পরিষেবা চালু করছে রাজ্য পরিবহণ নিগম। নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিংহ কপূর জানিয়েছেন, শুধুমাত্র ট্রামের জন্য একটি পৃথক, একই ধরনের পাস চালু করা হচ্ছে। নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে কেনা ওই পাস ব্যবহার করে যত বার খুশি শহরের বিভিন্ন রুটে এসি এবং নন-এসি ট্রামে সফর করা ছাড়াও বিনামূল্যে গড়িয়াহাটের ট্রাম মিউজ়িয়াম ঘুরে দেখার সুযোগ পাওয়া যাবে। তবে, এই কার্ড ফেরতযোগ্য নয়। তা রিচার্জও করা যাবে না। নির্দিষ্ট তারিখ দেওয়া ওই কার্ড এক বারই ব্যবহার করা যাবে।

পরিবহণ দফতরের বিশেষ কার্ড এবং ট্রাম পাস— দু’টিরই মূল্য ১০০ টাকা। একলপ্তে ২০টি বা তার বেশি কার্ড কিনলে ১০ শতাংশ টাকা ছাড় পাওয়া যাবে। পরিবহণ দফতরের সরকারি বাসস্ট্যান্ড, নিজস্ব কাউন্টার, সরকারি বাস ও ট্রামের কন্ডাক্টরদের কাছ থেকে ওই কার্ড কিনতে পারবেন যাত্রীরা। তবে এই বিশেষ কার্ডে বিনোদনমূলক লঞ্চে যাতায়াতের সুযোগ নেই। অর্থাৎ, হেরিটেজ রিভার ক্রুজ বা ৩৯ টাকায় গঙ্গা-ভ্রমণের সুযোগ এই কার্ডে নেই। ওঠা যাবে না পরিবহণ নিগমের বিশেষ ট্রাম ‘পাটরানি’তেও। তবে কেউ যদি ১০০ টাকার পৃথক ট্রাম পাস কেনেন, তিনি সব ধরনের ট্রামেই সফর করতে পারবেন।

পরিবহণ নিগমের কর্তাদের দাবি, যাঁরা সারা দিনে অনেকটা পথ কলকাতার মধ্যে যাতায়াত করেন, এই বিশেষ কার্ড কিনলে তাঁদের আর্থিক সাশ্রয় হবে। এ ছাড়া, ছোট দলে থাকা যাত্রীদেরও যাতায়াতে সুবিধা হতে পারে। তবে ট্রাম পাসের পরিকল্পনা করা হয়েছে মূলত পর্যটকদের কথা ভেবেই। ওই পাস ব্যবহার করে ট্রাম লাইব্রেরি, ‘পাটরানির’ মতো বিশেষ ট্রামে চড়া ছাড়াও ট্রাম মিউজ়িয়াম দেখার সুযোগ মিলবে। এ প্রসঙ্গে পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘‘সাধারণ যাত্রী এবং পর্যটক যাঁরা কলকাতা ঘুরে দেখতে চান, সকলের সুবিধার কথা ভেবেই এমন পরিকল্পনা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tram Bus Jetty State Transport corporation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE