রাস্তা পারাপার করার জন্য এবং দুর্ঘটনা রুখতে তৈরি করা হয়েছে সাবওয়ে। তবু তা ব্যবহার না করে রাস্তা পেরিয়েই যাতায়াতের প্রবণতা রয়েছে দত্তাবাদের বাসিন্দাদের মধ্যে।
সম্প্রতি ই এম বাইপাসে কাদাপাড়া মোড়ের আগে দত্তাবাদ লাগোয়া জায়গায় এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক মহিলার। কিন্তু তার পরেও হুঁশ ফিরছে না ওই এলাকার পথচারীদের একাংশের। সাবওয়ে এড়িয়ে ব্যস্ত রাস্তা পারাপার করতে মঙ্গলবারও দেখা গেল বহু পথচারীকে।
সাবওয়ে এড়ানোর এই প্রবণতা কেন? কেউ কেউ জানাচ্ছেন, সাবওয়ের সিঁড়ি ধরে ওঠা-নামা করতে সময় বেশি লাগে। কেউ আবার রাস্তা পেরোনোর পুরনো অভ্যাসের দোহাই দিচ্ছেন। তবে এ ভাবে রাস্তা পারাপারে যে বিপদের ঝুঁকি রয়েছে, তা অবশ্য মেনে নিচ্ছেন পথচারীদের অনেকেই। এ দিন উল্টোডাঙা স্টেশন যেতে বাসে