Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কোথায় আছে বাস-ট্রাম, বলে দেবে গুগল ম্যাপ

‘স্মার্ট’ হচ্ছে কলকাতার পরিবহণ। হাতের মোবাইল ফোনে গুগল ম্যাপ খুললেই হবে মুশকিল আসান। এ বার জানা যাবে, যে কোনও জায়গায় যাওয়ার জন্য সরকারি বাসের হদিসও মিলবে গুগল ম্যাপ খুললেই।

অত্রি মিত্র
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ০১:৪৭
Share: Save:

‘স্মার্ট’ হচ্ছে কলকাতার পরিবহণ।

হাতের মোবাইল ফোনে গুগল ম্যাপ খুললেই হবে মুশকিল আসান। এ বার জানা যাবে, যে কোনও জায়গায় যাওয়ার জন্য সরকারি বাসের হদিসও মিলবে গুগল ম্যাপ খুললেই। এমনকী, গন্তব্যে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ পরেই বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ওই পথে যাওয়ার বাস এসে পৌঁছবে, ওই বাসটি ছাড়া অন্য কোন কোন বাস ওই রুটে চলে, সেগুলির অবস্থান কোথায়— বিস্তারিত সব খবরও পাওয়া যাবে সেই গুগল ম্যাপেই। রাজ্য পরিবহণ দফতর সূত্রের খবর, শুধু সরকারি বাসের ক্ষেত্রেই নয়, ওই তথ্য মিলবে ট্রামের ক্ষেত্রেও।

পরিবহণ দফতরের এক কর্তা জানান, মাস তিনেক আগে গুগল-এর কাছে কলকাতার তিনটি সরকারি পরিবহণ নিগমের সংযুক্ত নিগম ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্র্যান্সপোর্ট কর্পোরেশন’-এর সমস্ত বাসের তথ্য দেওয়া হয়েছিল। সেই সব তথ্য গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে যুক্ত করা হয়েছে ‘রিয়েল টাইম লোকেটর’। যার ভিত্তিতে জিপিআরএস-এর প্রযুক্তির সাহায্যে যে কোনও মুহূর্তে একটি বাস ঠিক কোথায় রয়েছে, কোন কোন বাস রাস্তায় রয়েছে বা কোন কোন বাস ডিপোয় দাঁড়িয়ে রয়েছে— সে সব তথ্য জানা যাচ্ছে। কোনও ব্যক্তি স্মার্ট ফোনের সাহায্যে কোনও একটি গন্তব্যে কী ভাবে যাবেন, তা গুগল ম্যাপে জানতে চাইলেই বিস্তারিত সব তথ্য পেয়ে যাবেন।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর ম্যানেজিং ডিরেক্টর নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘‘এই ব্যবস্থা চালু হয়ে যাওয়ায় কলকাতায় প্রথম আসা কোনও ব্যক্তিরও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অসুবিধে হবে না। গুগল ম্যাপে গন্তব্যের কথা জানালেই সেখানে কোন বাসে যাওয়া যাবে, তা জানা যাবে। এমনকী, কোথায় কোন বাস রয়েছে, তা-ও জানা যাবে। অফিসযাত্রীদের ক্ষেত্রেও এই ব্যবস্থা খুবই সাহায্য করবে।’’

এখানেই শেষ নয়, জিপিআরএস এবং ‘রিয়েল টাইম লোকেটর’ প্রযুক্তির মাধ্যমে নিগমের প্রত্যেকটি বাসের উপরে দিনভর নজরদারি চালানোর প্রক্রিয়াও শুরু করা হয়েছে। এ জন্য সিএসটিসি-র পুরনো অফিসে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সেখানে প্রতিটি বাসের উপরে টিভি স্ক্রিনে নজরদারি করা হচ্ছে।

পরিবহণ দফতর সূত্রের খবর, বর্তমানে সিএসটিসি-র প্রায় প্রত্যেকটি বাসেই জিপিআরএস ব্যবস্থা রয়েছে। এমন ব্যবস্থা রয়েছে ডব্লিউবিএসটিসি-র বেশির ভাগ বাসেই। কিন্তু তিনটি নিগমের অধিকাংশ বাসেই জিপিআরএস ব্যবস্থা নেই। ওই সব বাসকে মোবাইলের সাহায্যে জিপিআরএস-এর সঙ্গে যুক্ত করা হচ্ছে। রাজ্য পরিবহণের এক কর্তা বলেন, ‘‘সরকারি সমস্ত বাস জিপিআরএস প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে গেলে, তার যাবতীয় তথ্য জনগণের জন্য খুলে (ওপেন ডাটা) দেওয়া হবে। তার পরে ওই তথ্য যে কোনও সংস্থা ব্যবহার করতে পারবে।’’

ওই কর্তা জানান, সরকারি বাসের নির্ঘণ্ট জানার একটি অ্যাপ্লিকেশন তৈরির কাজও শেষ পর্যায়ে। এর পর থেকে সেই অ্যাপের মাধ্যমেই জানা যাবে, কোন বাস কোথা থেকে কোন পর্যন্ত যায়। ওই কর্তা বলেন, ‘‘আগামী দু’-এক মাসের মধ্যেই ওই অ্যাপ সব সাধারণ নাগরিক ব্যবহার করতে পারবেন।’’ এখানেই শেষ নয়, সরকারি বাসের যাবতীয় তথ্য অ্যাপ্লিকেশনে চলে আসার পরে বেসরকারি বাস নিয়েও এমনই অ্যাপ্লিকেশন এবং তথ্যভাণ্ডার তৈরির কথা ভাবছে পরিবহণ দফতর। ওই কর্তা বলেন, ‘‘ইতিমধ্যেই আমরা বেসরকারি বাসের মালিক সংগঠনগুলির সঙ্গে
এ ব্যাপারে আলোচনা করেছি। খুব শীঘ্র বেসরকারি বাসের অ্যাপ্লিকেশন তৈরি করার কাজ শুরু করে দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Google map Bus Transport
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE