Advertisement
০৮ মে ২০২৪

দাদরি কাণ্ডের প্রতিবাদে বিশিষ্টরা

উত্তরপ্রদেশের দাদরি-কাণ্ড-সহ দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক মৌলবাদী আক্রমণের প্রতিবাদে শনিবার কলকাতায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে সভা করলেন প্রতুল মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, চন্দন সেন, পল্লব কীর্তনীয়া, মীরাতুন নাহার প্রমুখ বিশিষ্ট জন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৫ ২১:০৩
Share: Save:

উত্তরপ্রদেশের দাদরি-কাণ্ড-সহ দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক মৌলবাদী আক্রমণের প্রতিবাদে শনিবার কলকাতায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে সভা করলেন প্রতুল মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, চন্দন সেন, পল্লব কীর্তনীয়া, মীরাতুন নাহার প্রমুখ বিশিষ্ট জন।

শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চ আয়োজিত ওই সভায় বিশিষ্ট জনেদের বক্তব্যের নির্যাস— দেশের সংবিধান নাগরিকদের ব্যক্তিস্বাধীনতাকে রক্ষা করার কথা বলে। অথচ মৌলবাদীরা সেই অধিকার কেড়ে নিচ্ছে। দেশবাসী কী শুনবেন, কী লিখবেন, এমনকী, কী খাবেন— সবই নিয়ন্ত্রণ করতে চাইছে আরএসএস-বিজেপি-র মতো মৌলবাদী শক্তি। কালক্ষেপ না করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। প্রতুলবাবু বলেন, ‘‘বলা হচ্ছে, প্রতিবাদীদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। আজ্ঞে হ্যাঁ, আছে। মৌলবাদীদের যেমন রাজনৈতিক উদ্দেশ্য আছে, তেমনই যাঁরা তাঁদের ওই সব কাণ্ডের প্রতিবাদ করছেন, তাঁদেরও আছে। রাজনীতি কোনও নোংরা শব্দ নয়।’’ দাদরি কাণ্ডের মতো ঘটনায় অন্য রাজ্যেও প্রতিবাদ হয়েছে জানিয়ে বিভাসবাবু বলেন, ‘‘আমরা এখন বড় পরে প্রতিবাদ করছি। এর নানা কারণ থাকতে পারে। কিন্তু সংস্কৃতি জগতের মানুষের কোনও পিছুটান থাকার কথা নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE