Advertisement
১৯ মে ২০২৪

গ্যাস লিক করে আগুন, বাঁচল না পোষ্যেরা

সোমবার রাতে নিউ ব্যারাকপুরের দীনবন্ধু মিত্র লেনে টালির ছাউনি দেওয়া একটি বাড়িতে গ্যাস লিক করে আগুন লাগে।

সোমবার রাতে নিউ ব্যারাকপুরের দীনবন্ধু মিত্র লেনে টালির ছাউনি দেওয়া একটি বাড়িতে গ্যাস লিক করে আগুন লাগে।  প্রতীকী ছবি।

সোমবার রাতে নিউ ব্যারাকপুরের দীনবন্ধু মিত্র লেনে টালির ছাউনি দেওয়া একটি বাড়িতে গ্যাস লিক করে আগুন লাগে। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০২:৩৩
Share: Save:

বরাহনগরে আগুনে পুড়ে আটটি কুকুরছানা মারা গেলেও প্রতিবেশীদের তৎপরতায় শেষ মুহূর্তে বেঁচে গিয়েছিল মা পরি। পর্ণশ্রীর অগ্নিকাণ্ডেও প্রতিবেশীরা বাঁচিয়েছিলেন পোষ্য রকিকে। কিন্তু সোমবার আগুনের হাত থেকে বাঁচানো হেল না নিউ ব্যারাকপুরের অ্যানা ও মিঠুকে।

সোমবার রাতে নিউ ব্যারাকপুরের দীনবন্ধু মিত্র লেনে টালির ছাউনি দেওয়া একটি বাড়িতে গ্যাস লিক করে আগুন লাগে। তাতেই পুড়ে গিয়ে মৃত্যু হল ওই বাড়ির দুই পোষ্য— দেড় বছরের ল্যাব্রাডর প্রজাতির অ্যানা এবং ন’মাস বয়সি টিয়াপাখি মিঠুর। গৃহকর্তা, পেশায় স্কুলের নিরাপত্তারক্ষী বিশ্বনাথ কর জানান, ঘটনার সময়ে নাতনি শ্রেয়া পালচৌধুরীকে নিয়ে বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী শিখা। গ্যাসে চা বসিয়ে পাশের ঘরের গিয়েছিলেন শিখাদেবী। তখনই রান্নাঘরে আগুন লেগে যায়। শ্রেয়াকে নিয়ে বাইরে চলে আসেন তিনি।

মঙ্গলবার শিখাদেবী বলছেন, ‘‘ঘর থেকে বেরোনো মাত্রই সিলিন্ডার ফাটল। তার পরেই বাড়ি দাউদাউ করে জ্বলে উঠল।’’ সে সময়ে তিনিই প্রতিবেশীদের জানান, ঘরে রয়ে গিয়েছে অ্যানা ও মিঠু। তাদের বাঁচাতে কয়েক জন যুবক বাড়ির পিছনের দিকের টিনের দেওয়াল খুলে ভিতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু ধোঁয়া ও আগুনে পিছু হটতে হয় তাঁদের। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

এ দিন বিশ্বনাথবাবু জানাচ্ছেন, ছোট মেয়ে সোমার শখ মেটাতে এক মাস বয়সের অ্যানাকে কিনে এনেছিলেন তিনি। আবার এক দিন স্কুলে একটি বাচ্চা টিয়াপাখিকে কাকে ঠোকরাচ্ছে দেখে তাকেও কোলে করে বাড়ি নিয়ে এসেছিলেন তিনি। এ দিন বিশ্বনাথবাবু বলেন, ‘‘অ্যানা আমার পাশে বিছানায় ঘুমতো। নিচে শুতে দিলে রাগ দেখাতো। সব শেষ!’’ তাঁর আক্ষেপ, ‘‘জামাকাপড়, আসবাব সব হয়তো ফিরে পাবো। কিন্তু অ্যানা আর মিঠুকে কোথায় পাব?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE