জেলা বিচারকের নির্দেশিকা থাকা সত্ত্বেও আইনজীবীরা গরহাজিরার সিদ্ধান্তে অনড় থাকায় আজ, সোমবার থেকে আলিপুরের দায়রা, ফৌজদারি এবং বাণিজ্যিক আদালতে গুরুত্বপূর্ণ মামলার সশরীরে শুনানি অনিশ্চিত হয়ে পড়ল। এমনটাই মনে করছেন আইনজীবীদের একাংশ।
গত বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে জেলা বিচারক জানিয়েছিলেন, সোমবার থেকে আলিপুরের দায়রা, ফৌজদারি ও বাণিজ্যিক আদালতে গুরুত্বপূর্ণ মামলাগুলির সশরীরে শুনানি শুরু হবে। করোনা সংক্রমণের সরকারি বিধিনিষেধ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরেই ওই শুনানি শুরু হবে বলে জানানো হয়েছিল বিচারকের তরফে।
কিন্তু গত শুক্রবার আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সদস্য-আইনজীবীরা অভিযোগ করেন, সংক্রমণ প্রতিরোধে তেমন কোনও ব্যবস্থা না-নিয়েই সশরীরে মামলার শুনানি শুরু করা হচ্ছে। প্রতিবাদে ওই দিন জেলা বিচারকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। আদালতের সমগ্র পরিস্থিতি বিবেচনা করার পরেই সশরীরে শুনানি শুরু করার দাবি জানান আইনজীবীরা। বার অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেন, ‘‘প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া পর্যন্ত কোনও আইনজীবী সশরীরে মামলার শুনানিতে অংশগ্রহণ করবেন না বলে জেলা বিচারককে জানিয়ে দেওয়া হয়েছে।’’