Advertisement
E-Paper

রেসকোর্সের সামনে ফুটব্রিজ তৈরিতে সায়

রাস্তা পারাপারে পথচারীদের সুবিধার কথা ভেবে আলিপুর চিড়িয়াখানার সামনে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি ফুট ওভারব্রিজ। এ বার রেসকোর্সের সামনে ফুট ওভারব্রিজ তৈরিতে ছাড়পত্র দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। আপাতত অপেক্ষা শুধু সেনাবাহিনীর অনুমতির। তা পেলেই শুরু হবে ফুটব্রিজ তৈরির কাজ।

সোমনাথ চক্রবর্তী ও কৌশিক ঘোষ

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ০১:১৮
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

রাস্তা পারাপারে পথচারীদের সুবিধার কথা ভেবে আলিপুর চিড়িয়াখানার সামনে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি ফুট ওভারব্রিজ। এ বার রেসকোর্সের সামনে ফুট ওভারব্রিজ তৈরিতে ছাড়পত্র দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। আপাতত অপেক্ষা শুধু সেনাবাহিনীর অনুমতির। তা পেলেই শুরু হবে ফুটব্রিজ তৈরির কাজ।

কলকাতা পুরসভা সূত্রের খবর, রেসকোর্সের সামনে সেনাবাহিনীর আবাসন ‘টার্ফ ভিউ’-এর কাছ থেকে ফুট ওভারব্রিজটি উঠবে। রাস্তা পেরিয়ে সেটি নামবে রেসকোর্সের দিকেই। ফুটব্রিজের নকশা তৈরির কাজও শেষ বলে জানিয়েছেন পুরসভার আধিকারিকেরা। প্রশাসন সূত্রের খবর, সেনাবাহিনীর জায়গায় এই প্রকল্প তৈরিতে রাজ্য সরকারের ছাড়পত্র দরকার। সে কারণেই নির্দিষ্ট ভাবে নগরোন্নয়ন দফতরের ছাড়পত্র চাওয়া হয়েছিল। নিয়ামানুযায়ী, ওই ছাড়পত্র না পেলে সেনাবাহিনীর ছাড়পত্র মিলবে না। দু’বছর আগেই এই প্রকল্পে উদ্যোগী হয় পুরসভা। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম মেয়র পদে বসার পরে গতি পায় প্রকল্পটি।

সম্প্রতি কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, পূর্ত দফতর এবং সেনাবাহিনীর পদস্থ কর্তারা দু’দফায় এলাকা পরিদর্শন করেন। তার পরেই পুরসভার পক্ষ থেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট চেয়ে আবেদন করা হয়। গত সপ্তাহে দফতর সেই ছাড়পত্র দিয়েছে। পুরসভা সূত্রের খবর, ফুটব্রিজ তৈরির ব্যাপারে সেনাবাহিনীর অনুমোদনের জন্যও আবেদন জানানো হয়েছে। পুর কর্তৃপক্ষ আশাবাদী, শীঘ্রই অনুমতি দেবে সেনা।

পুরসভা সূত্রের খবর, রেসকোর্সের সামনের রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে। তা ছাড়া, আলিপুর চিড়িয়াখানা যাওয়ার জন্যও অনেকে ওই রাস্তা ব্যবহার করেন। ফুট ওভারব্রিজ তৈরি হলে পথচারীদের রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অসুবিধা মিটবে।

পুরসভার এক আধিকারিক জানান, এই ফুটব্রিজ ৩৩ মিটার লম্বা হবে। উচ্চতায় হবে প্রায় সাড়ে ছ’মিটার। আধিকারিকদের মতে, ফুটব্রিজের ওই উচ্চতা থাকলে বড় যানবাহন যাতায়াতে অসুবিধা হবে না। এক বেসরকারি সংস্থাকে ফুটব্রিজ তৈরির দায়িত্ব দেওয়া রয়েছে। খরচ ধরা হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। কাজ শুরুর এক বছরের মধ্যে যাতে তা শেষ হয়, সে জন্য নির্মাণকারী সংস্থাকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। আধুনিক পদ্ধতিতে তৈরি ওই ফুটব্রিজে লিফট ছাড়াও থাকবে চলমান সিঁড়ি।

Kolkata Race Course Royal Calcutta Turf Club Overbridge
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy