মৃত্যু হল পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত স্কুল পড়ুয়া ঋষভ সিংহের। শনিবার ভোর পাঁচটায় এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। শুক্রবারই হাসপাতালের তরফে জানানো হয়েছিল, ঋষভের শারীরিক অবস্থার উন্নতির তেমন লক্ষণ নেই। এ দিন ভোরে মৃত্যু হল তার।
১৪ ফেব্রুয়ারি পোলবার কামদেবপুরে চুঁচুড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় রাস্তার পাশের নয়ানজুলিতে। সেই ঘটনায় গুরুতর আহত হয়েছিল দ্বিতীয় শ্রেণির দুই ছাত্র দিব্যাংশু ভগত ও ঋষভ সিংহ। গ্রিন করিডর তৈরি করে ওই দু’জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
ওই দিন থেকেই ভেন্টিলেশনে ছিল ঋষভ। কাদা, জল ঢুকে তাঁর ফুসফুস অকেজো করে দেয়। কৃত্রিম ভাবে ফুসফুসকে সক্রিয় রাখতে একমো যন্ত্রের সাহায্য নেওয়া হয়। এর পরও ফুসফুসে কাদা, জল থেকে যাওয়ায় শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। গতকাল তার অবস্থার আরও অবনতি হয়। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হল না।