কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রণেন্দ্রনারায়ণ রায়ের আইনজীবী পুত্রকে মারধরের অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, কোনও কারণ ছাড়াই বিধাননগরে তাঁর বাড়ির সামনে উর্দি ছাড়া পুলিশকর্মীরা তাঁকে মারধর করেছেন। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আইনজীবী ও তাঁর ছেলে। ঘটনায় দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টের সময় মামলাটি শুনবে আদালত।
অভিযোগ, বুধবার রাত ১০টা ৪০ মিনিট নাগাদ সল্টলেক সেক্টর ২ এলাকায় সাদা পোশাকের কয়েক জন পুলিশকর্মী এই কাণ্ড ঘটিয়েছেন। অভিযোগ, প্রাক্তন বিচারপতির পৌত্র সৌরীন্দ্রনারায়ণ রায় বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠছিলেন। সে সময় কোনও কারণ ছাড়াই আচমকা তাঁর উপর চড়াও হন দুই পুলিশকর্মী। তাঁকে মারধরও করা হয়। কোনও রকমে বাবাকে ফোন করেন তরুণ। সৌরীন্দ্রের বাবা মনুজেন্দ্রনারায়ণ হাই কোর্টের আইনজীবী। তিনি সে সময় চেম্বারে ছিলেন। খবর পেয়ে ছুটে আসেন। এর পর তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি। পেলভিসের বাঁ দিকের হাড় ভেঙে গিয়েছে তাঁর।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সকালে ওই ঘটনায় দ্রুত শুনানি চেয়ে কয়েক জন আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আইনজীবী অনিন্দ্য লাহিড়ির বক্তব্য, অবসরপ্রাপ্ত বিচারপতির পরিবারকে কেন মারধর করল পুলিশ? অবিলম্বে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হোক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, মামলা দায়ের করে সব পক্ষকে নোটিস দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টেয় মামলাটি শুনবে আদালত।