একটি বেসরকারি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার সঙ্গে আর্থিক প্রতারণা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, সংস্থার কাছ থেকে ওই ব্যক্তি ডলার, ইউরোনিয়ে টাকা না দিয়ে পালিয়ে যায়। এর ফলে সংস্থার ক্ষতি হয় প্রায় ১৪ লক্ষ ৫০ হাজার টাকা। তদন্তে নেমে অভিযুক্ত প্রতারককে বুধবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ধৃতের নাম সৌরীশমোহন খড়্গে। তার বাড়ি মহারাষ্ট্রে। বৃহস্পতিবার সৌরীশকে কলকাতার মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে হাজির করা হলে ১০ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠান ভারপ্রাপ্ত বিচারকশতরূপা ঘোষ। আদালত সূত্রের খবর, নভেম্বরে এই প্রতারণার পরে দিল্লি পালিয়ে যাওয়ার ছক কষেছিল সৌরীশ।
মামলার সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী জানান, একটি সংস্থার ভুয়ো কর্মী বলে পরিচয় দিয়ে সৌরীশওই বিদেশি মুদ্রা বিনিময় সংস্থাকে জানায়, তার ডলার এবং ইউরো প্রয়োজন। কোনও কর্মীকে দিয়ে তা পাঠিয়ে দিলে সে টাকা দিয়েদেবে। সেই মতো বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার এক কর্মী ডলার এবং ইউরো নিয়ে গেলে সেটি নিয়ে সৌরীশ তাঁকে অফিসে অপেক্ষা করতে বলে। এর পরে ওই ডলার-ইউরোর পরিবর্তে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা আনতে যাওয়ার নাম করে বেরিয়ে চম্পট দেয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)