নিউ টাউনের হাতিয়াড়া এলাকার একটি বাড়ি থেকে গলার নলি কাটা অবস্থায় এক গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনার এক মাস পরে দেহরাদূন থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সুরজ পাসওয়ান (২৯)। সোমবার ধৃতকে আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রের খবর, গত ২৬ মে রাতে হাতিয়াড়ার নস্করপাড়ায় একটি বাড়ি থেকে সুমনা সাউ (৩১) নামে এক গৃহবধূকে গলার নলি কাটা অবস্থায় উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ধৃত সুরজ সম্পর্কে সুমনার মামা।এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতার পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে নেমে পুলিশ অনুমান করে, বধূকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বঁটিও বাজেয়াপ্ত করা হয়। তদন্তে প্রথম থেকেই পুলিশের সন্দেহ গিয়ে পড়েছিল সুরজের উপরে। কারণ, ঘটনার পর থেকেই তার কোনও খোঁজ মিলছিল না। এর নেপথ্যে সম্পর্কের কোনও টানাপড়েন রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছিল।
স্বামী, ছোট সন্তান ও শ্বশুরকে নিয়ে নস্করপাড়ায় ভাড়া থাকতেন সুমনা। তাঁদের সঙ্গে থাকত অভিযুক্ত সুরজও। ঘটনার রাতে এক প্রতিবেশী ওই বধূকে ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। তাতে তাঁর সন্দেহ হয়। এর পরে দরজা খুলে দেখা যায়, খাটের উপরে গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছেন সুমনা।
তদন্তে নেমে পুলিশ ফেরার সুরজের খোঁজে তল্লাশি শুরু করে। অনুমান ছিল, বাইরে কোথাও গা-ঢাকা দিয়েছে সে। অবশেষে বিশেষ সূত্রে খবর পেয়ে দেহরাদূন থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। খুনের কারণ জানতে জেরা করা হচ্ছে ধৃতকে। সূত্রের খবর, জেরায় অভিযুক্তের বয়ান যাচাই করছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)