লন্ডনে রফতানি করার জন্য আনাজ বোঝাই গাড়ি আটকে পুজোর চাঁদা চাওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার বারাসত পুলিশ জেলা সূত্রে এ কথা জানা গিয়েছে। শনিবার রাতেই স্থানীয় পুজো কমিটির তিন জনকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। রবিবার তাঁরা আদালত থেকে জামিন পান।
যে হেতু সরাসরি টাকা নেওয়ার অভিযোগ নেই তাঁদের বিরুদ্ধে, শুধু দুর্গাপুজোর চাঁদার জন্য দীর্ঘ পাঁচ ঘণ্টা আনাজের গাড়ি রাস্তায় আটকে রাখার অভিযোগ ছিল, তাই ভারতীয় দণ্ডবিধির ৩৪১ এবং ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। তবে, এ নিয়ে তদন্ত চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কলকাতা থেকে এখন সরাসরি লন্ডনের উড়ান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। সেই উড়ানেই পণ্য হিসেবে রবিবার সকালে যাওয়ার কথা ছিল পটল, বরবটি, কুমড়ো, লাউ, কাঁকরোল-সহ প্রায় সাড়ে তিন টন আনাজ। শনিবার দুপুরে বারাসতের দিক থেকে আসছিল আনাজের গাড়ি। অভিযোগ, মধ্যমগ্রাম থানার মতিরপোল ফাঁড়ি এলাকায় উত্তর জোজরায় সরকারপাড়া মোড়ে অভিযুক্তেরা আনাজের গাড়ি আটকান। দুর্গাপুজোর চাঁদা হিসেবে ৮ থেকে ১০ হাজার টাকা দাবি করা হয়।