Advertisement
০২ জুন ২০২৪

গাড়ি চুরির চক্র ধৃত

গাড়ি ও গাড়ির সরঞ্জাম চুরির একটি চক্রকে গ্রেফতার করল বিমান বন্দর থানার পুলিশ। শুক্রবার রাতে, উত্তর ২৪ পরগনা থেকে। ধৃতদের নাম আহমেদ বক্স মোল্লা, তিয়ার আলি, তাজিবুল ইসলাম, সিরাজুল হক, মানিক দাস, সাহিদুল ইসলাম এবং শেখ আরিফুদ্দিন। দিন কয়েক আগে বাগুইআটিতে রাস্তার উপরে দাঁড়ানো একটি বাসের চারটি চাকা চুরি হওয়ার অভিযোগ পেয়েছিল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০১:০২
Share: Save:

গাড়ি ও গাড়ির সরঞ্জাম চুরির একটি চক্রকে গ্রেফতার করল বিমান বন্দর থানার পুলিশ। শুক্রবার রাতে, উত্তর ২৪ পরগনা থেকে। ধৃতদের নাম আহমেদ বক্স মোল্লা, তিয়ার আলি, তাজিবুল ইসলাম, সিরাজুল হক, মানিক দাস, সাহিদুল ইসলাম এবং শেখ আরিফুদ্দিন। দিন কয়েক আগে বাগুইআটিতে রাস্তার উপরে দাঁড়ানো একটি বাসের চারটি চাকা চুরি হওয়ার অভিযোগ পেয়েছিল পুলিশ। তারই তদন্তে নেমে পুলিশ প্রথমে বারাসতের কাজিপাড়া থেকে আহমেদ বক্স মোল্লা থেকে এর পরে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গা থেকে বাকিদের গ্রেফতার করে। পুলিশ জেনেছে, বিভিন্ন গ্যারাজের আশপাশে ওই দলটি ঘুরত। পরে তারা গাড়ির যন্ত্রাংশ খুলে মল্লিক বাজার এলাকায় অর্ধেক দামে বিক্রি করে দিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

theft racket Police Car sirajul haq
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE