শহরের গাড়ি চুরি চক্রের সঙ্গে মিলল মণিপুরের আন্তর্জাতিক গাড়ি-মোটরবাইক চুরি চক্রের সরাসরি যোগাযোগ। রাজারহাটে ফ্ল্যাট ভাড়া করে ঘাঁটি গেড়েছিল মণিপুরের কুখ্যাত গাড়ি চোর। সঙ্গে কলকাতার অন্যতম ‘ওয়ান্টেড’ মোটরবাইক চোর।
গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ বুধবার রাজারহাটের হসপিটাল রোডের একটি বহুতলে হানা দেয়। সেখান থেকেই পাকড়াও করা হয় রাজারহাট থানা এলাকার গলাসিয়ার বাসিন্দা আজিজুল রহমানকে। কলকাতা পুলিশের খাতায় আজিজুলের পরিচিতি কুখ্যাত মোটরবাইক চোর হিসাবে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এর আগে বেশ কয়েক বার গ্রেফতারও করেছিল আজিজুলকে।
ওই ফ্ল্যাটেই আজিজুলের সঙ্গে ধরা পড়ে মণিপুরের থৌবল জেলার বাসিন্দা আলতাফ হোসেন। ধৃতদের জেরা করে হদিশ মেলে একটি দামী এসইউভি, যার বাজারদর কমপক্ষে ৩০ লাখ টাকা। সঙ্গে পাওয়া যায় দু’টি মোটরসাইকেলও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসইউভি-টিতে অসমের রেজিস্ট্রেশন নম্বর। সেখান থেকেই চুরি করা বলে মনে করছেন তদন্তকারীরা। বাইকগুলি কোথা থেকে চুরি গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।