Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৫ ডিসেম্বর ২০২১ ই-পেপার

কিশোরীর বিয়ে আটকাল প্রশাসন

নিজস্ব সংবাদদাতা
১৮ নভেম্বর ২০১৮ ০২:০০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আয়োজন সম্পূর্ণ। রাত পোহালেই বিয়ে। কনে সবে মাধ্যমিক পাশ করেছে। বয়স সবে ১৭।

বিয়ের আয়োজনের খবর পৌঁছেছিল উত্তর ২৪ পরগনার চাইল্ড লাইনে। শনিবার দুপুরে তার ঘোলার বাড়িতে বাড়িতে হানা দেয় পুলিশ-প্রশাসনের কর্তারা। শেষ পর্যন্ত সেই বিয়ে বন্ধ হয়েছে। ওই স্কুল পড়ুয়ার বাবা মুচলেকা দিয়েছেন, মেয়ের বয়স ১৭ না হলে তিনি বিয়ে দেবেন না। পুলিশ যদিও জানিয়েছে, ওই কিশোরীকে জোর করে তার অমতে বিয়ে দেওয়া হচ্ছিল না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে স্থানীয় সূত্র থেকে চাইল্ড লাইনে খবর পৌঁছয়, ঘোলা থানার যুগবেরিয়া তেঘরিয়াতে মান্নান আলির মেয়ের বিয়ের ব্যবস্থা চলছে। রবিবার বিয়ে। এ বছরই সে মাধ্যমিক পাশ করেছে। চাইল্ড লাইন থেকে সঙ্গে সঙ্গে ব্যারাকপুর ২ ব্লকের বিডিও এবং ঘোলা থানায় যোগাযোগ করা হয়। দুপুরে বিডিও, পুলিশ এবং চাইল্ড লাইনের সদস্যেরা পৌঁছন মান্নান আলির বাড়িতে। পুলিশ দেখে বাড়ির লোকেরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা যায়, কিশোরীটি স্বেচ্ছায় নিজের পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে করছে। প্রশাসনের সদস্যেরা তাঁদের বোঝান, আইন অনুযায়ী তা করা যায় না। তার পরেই কিশোরী এবং তার পরিবার বিয়ে বন্ধে রাজি হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisement