দক্ষিণ কলকাতা আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত মনোজিৎ মিশ্র-সহ চার অভিযুক্তের মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্ট হাতে এসেছে বলে আদালতে দাবি করেছে পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার মনোজিৎদের মামলা আলিপুর কোর্টে উঠেছিল। সেখানেই ওই কথা জানিয়েছেন তদন্তকারী অফিসার। এর পাশাপাশি পুলিশের আরও দাবি, মনোজিৎ এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জ়াইব আহমেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারী অফিসার।
প্রসঙ্গত, টাকার বিনিময়ে বেআইনি পথে কলেজে ভর্তির ব্যবস্থা করত মনোজিৎ বলে অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, সেই সূত্রেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রের দাবি, আইন কলেজের ছাত্র সংসদের ঘর এবং নিরাপত্তারক্ষীর ঘরে পড়ে থাকা একটি চাদর থেকে রক্তের নমুনা পাওয়া গিয়েছে। ওই সব নমুনা একাধিক ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। নির্যাতিতার পাশাপাশি চার অভিযুক্তেরও মেডিকো-লিগ্যাল পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্ত ও নির্যাতিতার ডিএনএ পরীক্ষার জন্যও নমুনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলারতদন্তকারী অফিসার।
ইতিমধ্যেই পুলিশ জানিয়েছে যে আইন কলেজ থেকে ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই ফুটেজের সঙ্গে অভিযুক্তদের হাঁটাচলার ধরন মিলিয়ে দেখা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)