ঠাকুরপুকুর বাজারের ভিতরে গাড়ি চালিয়ে এক প্রৌঢ়কে মেরে ফেলার ঘটনায় অভিযুক্ত চালক ভিক্টো ওরফে ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে খুনের ধারায় চার্জশিট জমা দিল পুলিশ। ঘটনার ৮৬ দিনের মাথায় মঙ্গলবার আলিপুর আদালতে ওই চার্জশিট জমা দেন লালবাজারের তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, চার্জশিটে খুনের ধারা ছাড়াও খুনের চেষ্টা, সম্পত্তি নষ্ট করা, মত্ত অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালানোর মতো একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে সিদ্ধান্তকে। ঘটনার সময়ে গাড়ির ভিতরে আরও দু’জন সহযাত্রী থাকলেও দুর্ঘটনায় তাঁদের কোনও ভূমিকা ছিল না বলেই পুলিশ জানিয়েছে।
লালবাজার সূত্রের খবর, ৩৫২ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে আলিপুর আদালতে। সাক্ষী রয়েছেন ৪৭ জন। যার মধ্যে অভিযুক্ত পরিচালকের দুই সহযাত্রীও রয়েছেন। তাঁদের বয়ানের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত জনতা ও জখমদের বয়ানের মিল রয়েছে। উল্লেখ্য, ঘটনার পরে ভিক্টোকে গ্রেফতার করা হলেও অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর ধারায় মামলা রুজু করা হয়েছিল। প্রথমে ওই ঘটনার তদন্ত কলকাতা ট্র্যাফিক পুলিশের ফেটাল স্কোয়াড করলেও পরে তা তুলে দেওয়া হয় হোমিসাইড শাখার হাতে। সেই সঙ্গে যুক্ত করা হয় খুনের ধারাও।
পুলিশ জানিয়েছে, গত ৬ এপ্রিল ঘটনাটি ঘটে সকালের ব্যস্ত সময়ে, ঠাকুরপুকুর বাজারে। অভিযুক্ত পরিচালক একটি পার্টি থেকে ফিরছিলেন। অভিযোগ, বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে তিনি ঢুকে পড়েন ওই রাস্তায়। সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় আমিনুর রহমান নামে এক ব্যক্তির। জখম হন ন’জন স্থানীয় বাসিন্দা। চার্জশিটে পুলিশের দাবি, প্রথমে ধাক্কা মারার পরেও গাড়ি থামাননি চালক। তিনি আরও কিছু ক্ষণ বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে যেতে থাকেন। একাধিক ব্যক্তিকে ধাক্কা মারার পরেও তাঁদের কয়েক মিটার টেনে নিয়ে গিয়েছিল গাড়িটি।
এক পুলিশকর্তা জানান, ঘটনাটি যেখানে ঘটেছিল, সেটি চালকের পরিচিত এলাকা। তিনি জানতেন, রবিবার সেখানে ভিড় কেমন থাকে। তা সত্ত্বেও তিনি বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)