Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Police

অসুস্থকে হাসপাতালে ভর্তি করাতে নাজেহাল পুলিশও

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে কলেজ স্ট্রিটে এক অজ্ঞাতপরিচয় মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাত ২টো নাগাদ সেই খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ০৪:১৫
Share: Save:

করোনা আবহে রাস্তায় পড়ে থাকা অসুস্থ ব্যক্তিকে সাহায্য না-করার একাধিক অমানবিক ঘটনার সাক্ষী থেকেছে এই শহর। এ বার অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল শহরের বিভিন্ন সরকারি হাসপাতালের বিরুদ্ধে। তবে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন যে, সরকারি হাসপাতালগুলির সঙ্গে এ ব্যাপারে কথা বলা হবে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে কলেজ স্ট্রিটে এক অজ্ঞাতপরিচয় মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাত ২টো নাগাদ সেই খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু অভিযোগ, সেখানে শুধুমাত্র কোভিড রোগীদেরই চিকিৎসা করা হচ্ছে, এই কারণ দেখিয়ে পুলিশকে ফিরিয়ে দেওয়া হয়। এর পরে ওই মহিলাকে নিয়ে নীলরতন সরকার মেডিক্যাল

কলেজ হাসপাতালে যায় জোড়াসাঁকো থানার পুলিশ। অভিযোগ, সেখানেও ওই অসুস্থ মহিলাকে ভর্তি নেওয়া হয়নি। এর পরে পুলিশ নিজস্ব অ্যাম্বুল্যান্সে করে ওই মহিলাকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও সেখানেও ভর্তি করানো যায়নি। সারা রাত শহরের তিনটি সরকারি হাসপাতালে ঘুরেও ওই অসুস্থ মহিলাকে ভর্তি করাতে না পেরে শেষে জোড়াসাঁকো থানার পুলিশ বাধ্য হয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারস্থ হয়। শুক্রবার ভোরে সেই সংস্থার তরফে ওই মহিলার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাঁকে একটি হোমে পাঠানো হয়।

শুক্রবার বিকেলেও আরও এক বার প্রায় এমনই পরিস্থিতির মুখোমুখি হয় পুলিশ। পুলিশ সূত্রের খবর, কলুটোলা স্ট্রিটে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে এ দিন বিকেলে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। জোড়াসাঁকো থানার পুলিশ খবর পেয়ে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে প্রথমে কলকাতা মেডিক্যাল এবং পরে এন আর এস এবং আর জি করে নিয়ে গিয়েছিল। কিন্তু সবক’টি হাসপাতালই ওই অসুস্থ ব্যক্তিকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয় বলে অভিযোগ। শেষে ওই ব্যক্তিকেও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে হোমে রাখার ব্যবস্থা করা হয়।

পর পর দু’দিন এমন ঘটনা প্রসঙ্গে জোড়াসাঁকো থানার এক আধিকারিক বলেন, ‘‘রাস্তায় অসুস্থ কেউ পড়ে আছেন, এমন খবর পেলেই আমরা আতঙ্কে ভুগি। হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়ার আগে স্বেচ্ছাসেবী সংস্থাকে জানিয়ে দিচ্ছি। শুধু গত দু’দিনের ঘটনাই নয়, দিন পনেরো আগে রাস্তায় পড়ে থাকা অসুস্থ এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকেও ভর্তি নেওয়া হয়নি।’’

পুলিশ সূত্রে খবর, শুধু জোড়াসাঁকো থানাই নয়, করোনা আবহে গত কয়েক মাস ধরে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাতপরিচয় ও অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করাতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে অন্যান্য থানার পুলিশকেও। উত্তর ডিভিশনের এক থানার আধিকারিকের কথায়, ‘‘রাস্তায় পড়ে থাকা অজ্ঞাতপরিচয় অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কোভিড সন্দেহে কেউ এগিয়ে আসছেন না। কর্তব্যরত চিকিৎসকেরা নানা টালবাহানা করে ভর্তি নিতে চাইছেন না।’’

এই অভিযোগ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘‘অভিযোগটি নিঃসন্দেহে গুরুতর। এটা হওয়া একেবারেই কাম্য নয়। এ রকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে, সে বিষয়ে সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE