টাকার পরে সোনার বিস্কুট। ভোটের মরসুমে কলকাতার বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ বার শোভাবাজারে একটি গাড়ি থেকে মিলল ১০টি সোনার বিস্কুট। এই ঘটনায় ওই গাড়ির পাঁচ আরোহীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার শোভাবাজার মোড়ে নাকা-তল্লাশির সময়ে সাদা রঙের ওই গাড়িটি আটকান শ্যামপুকুর থানা এবং জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের অফিসারেরা। প্রথমে উদ্ধার হয় দু’টি সোনার বিস্কুট। যার বৈধ নথি দেখাতে পারেননি আরোহীরা। এর পরেই তাঁদের আটক করে পুলিশ। বাজেয়াপ্ত হয় গাড়িটিও। পরে তল্লাশি চালিয়ে মেলে আরও আটটি সোনার বিস্কুট। এই সোনার বাজারমূল্য ৮১ লক্ষ ৬৬ হাজার ৪৩২ টাকা বলে জানা গিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)