E-Paper

যুব কংগ্রেসের কমিশন অভিযানে গোলমাল, বিএলএ-বার্তা শুভেন্দুর

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ভোট চোর, গদি ছোড়’ দাবির সমর্থনে এবং তার সঙ্গেই ‘চাকরি চোর, গদি ছোড়’ স্লোগান তুলে যুব কংগ্রেসের ডাকে রাজ্য নির্বাচন কমিশন দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৩:২৪
Police stops Youth Congress march to EC CEO office, Suvendu warns BLO & BLAs

কলকাতায় নির্বাচন কমিশনের দফতর অভিযানে যুব কংগ্রেস নেতৃত্ব। —নিজস্ব চিত্র।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ভোট চোর, গদি ছোড়’ দাবির সমর্থনে এবং তার সঙ্গেই ‘চাকরি চোর, গদি ছোড়’ স্লোগান তুলে যুব কংগ্রেসের ডাকে রাজ্য নির্বাচন কমিশন দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিবের উপস্থিতিতে সোমবার ধর্মতলায় জমায়েতের পরে মিছিল করে ডালহৌসিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের দিকে যাচ্ছিলেন নেতা-কর্মীরা। যুব কংগ্রেসের নেতৃত্ব কমিটির তরফে শাহিনা জাভেদ, কাশিফ রেজ়া দু’দিক থেকে মিছিল নিয়ে এগোনোক চেষ্টা করেছিলেন। ছিলেন সৌরভ প্রসাদ, অর্ঘ্য গণেরাও। চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও বেন্টিঙ্ক স্ট্রিটে মিছিল আটকে দেয় পুলিশ। উদয়ভানু-সহ যুব কংগ্রেসের শতাধিক নেতা-কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়। এর মধ্যেই আরএসএস-বিজেপি এবং নির্বাচন কমিশনের যোগসাজশের অভিযোগ তুলে সরব হয়েছেন উদয়ভানু। তাঁর অভিযোগ, “দেশের যুব সম্প্রদায়কে শোষণ করছে আরএসএস-বিজেপি। কিন্তু তারা জানে, যতই শোষণ হোক, ভোট চুরি করে সরকার তৈরি হবে। কমিশন বিজেপির পুতুল! এই প্রথম নির্বাচন কমিশনারকেই পিছন দরজা দিয়ে নিয়োগ করা হয়েছে। নিয়োগ-কমিটিতে দেশের প্রধান বিচারপতিই ছিলেন না। এখন কমিশনার বিজেপিকে সাহায্য করছেন।” এর পাশাপাশি, ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধনের (এসআইআর) নামে ভোট চুরি, বাংলায় ভোট ‘লুটে’র মতো বিভিন্ন অভিযোগ তুলেও সরব হয়েছেন যুব কংগ্রেস নেতৃত্ব। ভোটার তালিকায় মৃত ভোটার, ভুয়ো ভোটার রয়েছে বলেও অভিযোগ তাঁদের।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ দিনই এসআইআর প্রক্রিয়ায় বুথ লেভল অফিসারদের (বিএলও) নিরপেক্ষ ভূমিকা নেওয়ার জন্য ফের সতর্ক করে দিয়েছেন। কাঁথিতে তিনি বলেছেন, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকা সংযোগ করতে গিয়ে ৬৩% খুঁজে পাওয়া গিয়েছে। বাকি ৩৭%-এর হদিস নেই। পাশাপাশিই তাঁর বক্তব্য, ‘‘বিএলএ ২-দের (বুথ লেভল এজেন্ট) এসআইআর-এর কাজ করতে হবে গুরুত্ব দিয়ে। বিএলও-রা ঠিকমতো কাজ করছেন কি না, খোঁজ রাখতে হবে। সরকারি ভাবে বিজ্ঞপ্তি প্রকাশের পরে আমি বিএলএ ২-দের আলাদা করে প্রশিক্ষণ দেব।’’ মালদহে বিজেপির বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য, ‘‘এসআইআর-এর মধ্যে তৃণমূলের প্রাণভ্রমরা লুকিয়ে আছে! তাই এসআইআর নিয়ে তৃণমূল ভয়ে আছে। রাজ্যে এসআইআর হবেই। বাংলাদেশ থেকে যে মুসলিমেরা আসছেন, তাঁদের ফেরত পাঠানো হবেই। তবে যাঁরা আগে থেকে আছেন, তাঁদের কোনও সমস্যা হবে না।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Youth Congress Election Commission Protest March

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy