লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তবু মাস্ক পরে রাস্তায় বেরোতে এখনও অনীহা বহু লোকের। অনেকের আবার মাস্ক থাকলেও তা থুতনি বা কান থেকে ঝুলতে দেখা যায়। মুখে মাস্ক না থাকায় অনেক ক্ষেত্রেই বহু সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ। এমনকি, কেসও দিয়েছে। তবু আনলক পর্যায়ে রাস্তায় মানুষের আনাগোনা বেড়ে গেলেও মাস্কের ব্যবহার পুরোপুরি হচ্ছে না। তাই এ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে এ বার রাস্তায় নামল কলকাতা পুলিশের ট্যাবলো।
সোমবার সকালে লালবাজারে এই সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। ‘মাস্ক পরুন, করোনা দূর করুন’— এই স্লোগান হাতিয়ার করে রাস্তায় নামে দু’টি ট্যাবলো। স্থির হয়েছে, সেগুলি শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে সচেতনতা প্রচার চালাবে। ট্যাবলোর পাশাপাশি এ দিন কলকাতা পুলিশের সবক’টি থানা এবং ট্র্যাফিক গার্ডের তরফ থেকে মোড়ে মোড়ে দাঁড়িয়ে পথচলতি সাধারণ মানুষকে, যাঁরা মাস্ক পরে বেরোননি তাঁদের মাস্ক বিতরণ করা হয়। যেমন, ভবানীপুর থানার তরফে হাজরা মোড়ে, টালিগঞ্জের তরফ থেকে রাসবিহারী মোড়ে, আলিপুর থানার তরফ থেকে আলিপুর রোডে এবং বেহালা থানার পুলিশকর্মীদের মাস্ক বিতরণ করতে দেখা যায়। এর পাশাপাশি মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে গাড়িতেও লাগানো হয় স্টিকার।