Advertisement
০২ মে ২০২৪

পথ নিরাপত্তা সপ্তাহে ভরসা পড়ুয়ারাই

পুলিশ সূত্রের খবর, ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ চলাকালীন তার অংশ হিসেবে স্কুলের ছাত্রছাত্রীদের পথনাটিকার মাধ্যমে দুর্ঘটনার বিভিন্ন কারণ নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

শিবাজী দে সরকার
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭ ০১:০০
Share: Save:

চলচ্চিত্র ও টেলিভিশন জগতের চেনা মুখের উপরে আর ভরসা নয়। পথ নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি করতে এ বার স্কুলের ছাত্রছাত্রীদের উপরে নির্ভর করছেন কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের কর্তারা।

পুলিশ সূত্রের খবর, ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ চলাকালীন তার অংশ হিসেবে স্কুলের ছাত্রছাত্রীদের পথনাটিকার মাধ্যমে দুর্ঘটনার বিভিন্ন কারণ নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে ওই পথনাটিকায় অংশ নেবে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। ওই পড়ুয়াদের পরিবার-সহ পথচলতি মানুষদের কাছে পথ নিরাপত্তার বার্তা যাতে পৌঁছয়, তার জন্য কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের ২৫টি গার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। যার ভিত্তিতে প্রাথমিক ভাবে ট্র্যাফিক গার্ডের আধিকারিকেরা নিজের নিজের এলাকার পাঁচটি করে স্কুলকে বাছাই করেছেন। ওই স্কুলের ছাত্রছাত্রীরা ট্র্যাফিক গার্ডের সাহায্য নিয়ে পথ নিরাপত্তা সপ্তাহের পাঁচ দিন প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পথনাটিকা প্রর্দশন করবে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসের ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ অনুষ্ঠিত হবে। একটি ম্যারাথন দৌড়ের মাধ্যমে এর সূচনা হবে। কী কী বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পথনাটিকা করবেন? ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, সচেতনতা বৃদ্ধির জন্য হেলমেট ছাড়া মোটরবাইক চালানো এবং মত্ত অবস্থায়, বেপরোয়া ভাবে, দ্রুত গতিতে ও ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ করার উপরে এ বার বেশি জোর দেওয়া হচ্ছে। এ ছাড়াও থাকছে শব্দদূষণের বিরুদ্ধে ‘নো হর্ন’ কর্মসূচি। ওই পাঁচটি বিষয় স্কুলগুলিকে বলে দেওয়া হয়েছে। এর ভিত্তিতে প্রতিটি স্কুল কুড়ি থেকে পঁচিশ জনের একটি দল তৈরি করে পথনাটিকার মাধ্যমে বিষয়গুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE