রবিনসন স্ট্রিটের ঘটনায় ধৃত পার্থ দে’কে জেরা করতে বুধবার সকালে পাভলভ মানসিক হাসপাতালে এলেন কলকাতা পুলিশের তদন্তকারী দল। ছিলেন শেক্সপিয়র সরণি থানার ওসি-সহ তিন পুলিশ আধিকারিক।
পুলিশ সূত্রে খবর, পার্থকে জেরা করার সময় পুলিশ ছাড়াও ছিলেন মাদার হাউসের দু’জন সিস্টার, চার জন মনোবিদ ও মেডিক্যাল বোর্ডের পাঁচ সদস্য। এ দিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাভলভ হাসপাতালে পার্থ দেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করার আগে চিকিৎসকদের হাতে ২৫টি প্রশ্ন তুলে দেয় কলকাতা পুলিশের তদন্তকারী দল। চিকিৎসক, মনোবিদরাই পার্থর সঙ্গে কথা বলেন। পাভলভে উপস্থিত ছিলেন চার মনোবিদ অনুপম বারিক, আশিস মুখোপাধ্যায়, শর্মিলা রায় ও জয়শ্রী সর চৌধুরী।