কারও মৃত্যু ঘটেনি, এমন দুর্ঘটনায় অভিযুক্ত গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করার সুপারিশ এখন থেকে করতে পারবেন থানার তদন্তকারীরা। এই মর্মে শুক্রবার রাতে নির্দেশিকা জারি করেছে লালবাজার। তাতে বলা হয়েছে, এই জাতীয় দুর্ঘটনায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়ার জন্য থানার আধিকারিকেরা সুপারিশ করবেন আঞ্চলিক পরিবহণ দফতরে (আরটিও)। লাইসেন্স বাজেয়াপ্ত করার তিন দিনের মধ্যে সুপারিশ পাঠাতে হবে পুলিশকে। সব খতিয়ে দেখে আঞ্চলিক পরিবহণ দফতর ১৫ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যা তারা আপলোড করবে সারথি পোর্টালে।
লালবাজার সূত্রের খবর, লাইসেন্স সাসপেন্ডের বিষয়টি নিয়ে পরিবহণ দফতরের জারি করা নির্দেশিকাতেও বলা আছে, এখন থেকে পুলিশের সুপারিশে আরটিও চালকের লাইসেন্স সাসপেন্ড করবে। আগে ট্র্যাফিক গার্ডের হাতে লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করার সুপারিশের ক্ষমতা থাকলেও থানার তরফে তা করা যেত না। তবে মত্ত অবস্থায় বা বেপরোয়া গতিতে গাড়ি চালালে লাইসেন্স বাতিলের সুপারিশের অধিকার ট্র্যাফিক গার্ডের হাতেই থাকছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)