দিনভর চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ হাসি হাসল এসএফআই। দীর্ঘ নয় বছর পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দখল নিল তারা। ছাত্র সংসদের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং মহিলা কমনরুমের জিসিআর, কেন্দ্রীয় কমিটির পাঁচটি পদেই জয়ী হয়েছেন এসএফআই প্রার্থীরা।
দীর্ঘ আড়াই বছর পর রাজ্যে ছাত্রভোটে। টানটান উত্তেজনা ছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। নির্বাচনকে কেন্দ্র করে এসএফআই এবং আইসি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সারাদিন। প্রেসিডেন্সির ছাত্র সংসদ কার দখলে থাকবে, তা নিয়েও উন্মাদনা ছিল ক্যাম্পাস চত্বরে। তবে সকলেই স্বীকার করছিলেন পাল্লা ভারী বাম ছাত্র সংগঠন এসএফআই-এর দিকেই। গণনা শেষ হতে দেখা গেল সভাপতি পদের দাবিদার এসএফআই প্রার্থী পেয়েছেন ১০৮৫টি ভোট, আইসি পেয়েছে ৬১৩টি। সব-সভাপতি পদের দাবিদার এসএফআই প্রার্থী জন্যে ভোচ পড়েছে ৯৯৯ যেখানে আইসি প্রার্থী পেয়েছেন ৬৪০টি ভোট। আইসি প্রার্থীর তুলনায় ৬১৭ টি ভোট বেশি পেয়েছেন সাধারণ সম্পাদক পদের এসএফআই প্রার্থী। সহ সম্পাদক পদের জন্যে লড়াই করা দুই প্রার্থীর ভোটের ব্যবধান ২৭৭টি। হাড্ডাবাড্ডি লড়াই হয়েছে জিএসআর পদ নিয়েও। ৪১১ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন এসএফআই প্রার্থী।
এবার দু’টি আসন ছিনিয়ে নিয়ে চমক দিল এআইএসএফ। মাত্র কয়েক মাস আগে তারা প্রেসিডেন্সিতে সংগঠন গড়ে ছাত্র ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথম বার আত্মপ্রকাশেই তারা দু’টি আসনে জয়ী হয়েছে। তাতে খুশি সংগঠনের সদস্যরা।