Advertisement
২০ এপ্রিল ২০২৪
Kolkata

Primary teacher: করোনা বিধিনিষেধ শিকেয় তুলে নিয়োগের দাবিতে উত্তাল প্রাথমিক শিক্ষা পর্ষদ চত্বর

বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের দাবি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এখনও নিয়োগ করছেন না পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য।

নিয়োগের দাবিতে ধর্নায় শামিল চাকরিপ্রার্থীরা।

নিয়োগের দাবিতে ধর্নায় শামিল চাকরিপ্রার্থীরা। ফাইল চিত্র ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৭:২১
Share: Save:

নিয়োগের দাবিতে উত্তাল সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদ চত্বর। অবিলম্বে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে বিক্ষোভ ধর্নায় শামিল চাকরিপ্রার্থীরা। তবে করোনাকালে বিধিনিষেধের বালাই শিকেয় তুলে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা।

ঘটনাস্থলে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের দাবি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এখনও নিয়োগ করছেন না পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য।

অন্যদিকে মানিকের দাবি, ১৬৫০ শূন্যপদে শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। আরও ৭৩৮ পদে নিয়োগ করা হবে। যোগ্যরা সবাই চাকরি পেয়েছে বলেও দাবি মানিকের।

তিনি আরও জানিয়েছেন পরবর্তীতে চাকরির বিজ্ঞপ্তি জারি হলে ফের যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

পরীক্ষা হওয়ার পরেও অনেক দিন প্রাথমিক শিক্ষক নিয়োগ বন্ধ ছিল। এই নিয়ে একাধিকবার বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছেন চাকরিপ্রার্থীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata West Bengal TET TET Exam Saltlake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE