Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Priyanka Chowdhury

তলবের আগেই অন্তর্বর্তী জামিনের আর্জি প্রিয়াঙ্কার স্বামীর

প্রিয়াঙ্কার স্বামী জয়দীপ চৌধুরী কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছেন। এ দিন ওই মামলার শুনানি হয়নি। আজ, মঙ্গলবার জয়দীপবাবুর জামিনের আর্জির শুনানি হতে পারে।

আদালত চত্বরে প্রিয়াঙ্কা চৌধুরী। ফাইল চিত্র

আদালত চত্বরে প্রিয়াঙ্কা চৌধুরী। ফাইল চিত্র

সুপ্রকাশ মণ্ডল
কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ০৪:০৯
Share: Save:

এক দশক আগে বেলঘরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র মৃধাকে খুনে ধৃত প্রিয়াঙ্কা চৌধুরীর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হল সোমবার। আজ, মঙ্গলবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। ফের তাকে সিবিআই নিজেদের হেফাজতে চাইবে বলে ওই তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।

এ দিকে, এই মামলায় নতুন সংযোজন প্রিয়াঙ্কার স্বামীর অন্তর্বর্তী জামিনের আবেদন। প্রিয়াঙ্কার স্বামী জয়দীপ চৌধুরী কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছেন। এ দিন ওই মামলার শুনানি হয়নি। আজ, মঙ্গলবার জয়দীপবাবুর জামিনের আর্জির শুনানি হতে পারে। জয়দীপবাবু ময়দানের একটি ক্লাবের প্রাক্তন কর্মকর্তার ছেলে। সিবিআই তাঁকে এখনও পর্যন্ত তলব করেনি। তার আগেই কেন তিনি জামিনের আবেদন করলেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে সিবিআই জয়দীপবাবুর জামিনের বিরোধিতা করবে বলেই জানা গিয়েছে।

জামিনের বিরোধিতা করবেন জুনিয়রের বাবা সমরেশ মৃধার আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ও। সোমবার মামলাটি হাইকোর্টে উঠতে পারে বলে সমরেশবাবু আদালতে গিয়েছিলেন। তাঁর আবেদনের ভিত্তিতেই সিবিআই তদন্তের নির্দেশ জারি হয়েছিল। ‘ডি ফ্যাক্টো কমপ্লেন্যান্ট’ হিসেবে তিনি জয়দীপবাবুর জামিনের বিরোধিতা করতে চান বলে জানিয়েছেন সমরেশবাবু। তিনি বলেন, “প্রিয়াঙ্কা-সহ তাঁর শ্বশুরবাড়ির যত জনের বিরুদ্ধে আমি অভিযোগ করেছিলাম, তাঁদের জামিনের বিরোধিতা তো করবই।’’ আইনজীবীর পাশাপাশি এ দিন সিবিআইয়ের তদন্তকারীরাও সশরীরে হাজির হয়েছিলেন হাইকোর্টে।

আরও পড়ুন: মন্দিরে গিয়ে বিয়ের জন্য ‘চাপ’ দিত বিবাহিত প্রিয়াঙ্কা

আরও পড়ুন: শোভন ‘বৈশাখীর গ্ল্যাক্সো বেবি’, মিছিলের পরে বলল তৃণমূল

আদালত সূত্রে জানা গিয়েছে, গত বছর সিবিআই তদন্তের তীব্র বিরোধিতা করেছিলেন প্রিয়াঙ্কার আইনজীবীরা। তাঁরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁদের অযথা হয়রান করা হতে পারে। সিবিআই তদন্তের নির্দেশে পরিষ্কার উল্লেখ রয়েছে, জোরালো প্রমাণ ছাড়া যেন প্রিয়াঙ্কা-সহ এই মামলায় অভিযুক্ত তাঁর আত্মীয়দের গ্রেফতার না করা হয়। সেই নির্দেশের পরেও কেন প্রিয়াঙ্কার স্বামী অন্তর্বর্তী জামিনের আবেদন করলেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

গত ৫ জানুয়ারি সিবিআই ব্যারাকপুর আদালতে প্রিয়াঙ্কাকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল। এক সহকর্মীর মৃত্যুর জন্য ব্যারাকপুর আদালতের আইনজীবীরা সে দিন কর্মবিরতি করছিলেন। ফলে প্রিয়াঙ্কার আইনজীবীরা জামিনের জন্য সওয়াল করতে পারেননি। তাঁরা পরের দিন শুনানি চেয়েছিলেন। বিচারক প্রিয়াঙ্কাকে সাত দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দেন।

গত কয়েক দিনে জুনিয়রের মা-বাবা ছাড়াও আরও কয়েক জনের মুখোমুখি প্রিয়াঙ্কাকে বসিয়ে জেরা করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। সিবিআই সূত্রে জানা
গিয়েছে, প্রিয়াঙ্কাকে জেরা করে বেশ কিছু তথ্য তাদের হাতে এসেছে। সেগুলি যাচাই করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কয়েকটি ক্ষেত্রে তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া গিয়েছে। সেগুলির জন্যও আরও সময় দরকার। এমনকি, প্রভাবশালী তত্ত্বের কথাও শুনানিতে তুলতে পারেন সিবিআইয়ের আইনজীবী। তাঁরা আরও কয়েক দিনের জন্য প্রিয়াঙ্কাকে হেফাজতে চাইবেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

সমরেশবাবু এবং জুনিয়রের মা শ্বেতাদেবী অভিযোগ করেছেন, প্রিয়াঙ্কা তাঁদের সামনেই একাধিক মিথ্যা কথা বলেছে। এমনকি জুনিয়রের বিরুদ্ধেও একাধিক কথা বলেছে সে, যা সত্যি নয়। তথ্যপ্রমাণ-সহ তাঁরা ফের প্রিয়াঙ্কার মুখোমুখি বসতে চান। সিবিআইয়ের কাছে তাঁরা ফের আবেদন করবেন বলে জানিয়েছেন সমরেশবাবু। সিবিআই সূত্রে জানা গিয়েছে, পরের দফায় তারা প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ আত্মীয়দের জেরা করতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE