Advertisement
E-Paper

রবীন্দ্রভারতীর অধ্যাপক লেহ-তে তুষার ধসে মৃত

লেহ-তে ভয়ঙ্কর তুষার ধসে মারা গেলেন এক বাঙালি পরিবারের দুই সদস্য। মৃতেরা হলেন রাজশ্রী বসু (৫২) তাঁর ছেলে সৌম্যদীপ (২০)। রাজশ্রীদেবী কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। সৌম্যদীপ খড়্গপুর আইআইটি-র পদার্থ বিদ্যার ছাত্র। আহত অবস্থায় রাজশ্রীদেবীর স্বামী পদ্মনাভ বসু লেহ-এর একটি হাসপাতালে ভর্তি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ১৪:৫৬

লেহ-তে ভয়ঙ্কর তুষার ধসে মারা গেলেন এক বাঙালি পরিবারের দুই সদস্য। মৃতেরা হলেন রাজশ্রী বসু (৫২) তাঁর ছেলে সৌম্যদীপ (২০)। রাজশ্রীদেবী কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। সৌম্যদীপ খড়্গপুর আইআইটি-র পদার্থ বিদ্যার ছাত্র। আহত অবস্থায় রাজশ্রীদেবীর স্বামী পদ্মনাভ বসু লেহ-এর একটি হাসপাতালে ভর্তি।

লেহ-এর পুলিশ সুপার সুনীল গুপ্ত জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ একটি গাড়িতে ওই তিনজন লেহ থেকে নুবরা ভ্যালি যাচ্ছিলেন। তখন প্রবল তুষার ধস নামে। বরফ চাপা পড়েন চালক-সহ চার জন। কেউই চাইলেও দরজা খুলে বাইরে আসতে পারেননি। তাঁদের পিছনে এক মোটরবাইক আরোহী যাচ্ছিলেন। তিনিই ওই তুষার ধসের খবর দেন নিকটবর্তী থানার পুলিশকে। রাত ৯টায় তাঁদের উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজশ্রীদেবী ও সৌম্যদীপকে মৃত ঘোষণা করেন চিকিত্সকেরা। আশঙ্কাজনক অবস্থায় থাকা পদ্মনাভবাবু ও গাড়ির চালক আবদুল হক-কে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

Rabindra Bharati University leh ladakh snow collapse Professor kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy