Advertisement
০১ এপ্রিল ২০২৩
Bengali News

নিউটাউনে বাড়ি ঢুকে প্রোমোটারকে গুলি করে খুন

এ দিন সওয়া আটটা নাগাদ পাথরঘাটা মণ্ডলপাড়ায় নিজের বাড়িতেই ছিলেন বছর ছেচল্লিশের চঞ্চল মণ্ডল। পেশায় তিনি আমিন। অর্থাৎ জমির মাপজোক করেন। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পাশাপাশি তিনি জমির দালালিও করতেন। সম্প্রতি প্রোমোটিং ব্যবসাতেও টাকা ঢেলেছিলেন।

নিহত প্রোমোটার চঞ্চল মণ্ডল।—নিজস্ব চিত্র।

নিহত প্রোমোটার চঞ্চল মণ্ডল।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ২৩:২৯
Share: Save:

বাড়ি ঢুকে প্রোমোটারকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটে নিউটাউন থানা এলাকার পাথরঘাটাতে।

Advertisement

এ দিন সওয়া আটটা নাগাদ পাথরঘাটা মণ্ডলপাড়ায় নিজের বাড়িতেই ছিলেন বছর ছেচল্লিশের চঞ্চল মণ্ডল। পেশায় তিনি আমিন। অর্থাৎ জমির মাপজোক করেন। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পাশাপাশি তিনি জমির দালালিও করতেন। সম্প্রতি প্রোমোটিং ব্যবসাতেও টাকা ঢেলেছিলেন।

মৃতের ছোট ভাই দেবকুমার বলেন, “ দুটো বাইকে করে কয়েক জন আটটা নাগাদ বাড়িতে আসেন। তাঁদের কাউকে আমরা চিনি না। ঘরে তখন দাদা-বৌদি ছাড়াও আমার ভাইপো-ভাইঝিরা ছিল।” দেবকুমার পুলিশকে জানিয়েছেন, বাইকে চার-পাঁচ জন এলেও বাড়ির ভিতরে দু’জন এসেছিলেন। বাকি সবাই বাইরে অপেক্ষা করছিলেন।

শোকার্ত পরিবার।

Advertisement

দেবকুমার আরও জানান, ওরা সবাই মুর্শিদাবাদের একটা জমি মাপার বিষয় নিয়ে কথা বলছিল। কথা মিটেও গিয়েছিল। কিন্তু বাড়ি থেকে বেরনোর সময় হঠাৎ চঞ্চলকে লক্ষ্য করে পর পর গুলি চালায়। তখন তিনি বারান্দায় ছিলেন। চার-পাঁচ রাউন্ড গুলি করে দু্ষ্কৃতীরা। তার মধ্যে তিনটি গুলি চঞ্চলের মাথায় ও বুকে লাগে। চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চঞ্চলকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রিবোঝাই বাস, মৃত ১৪

এখানেই গুলি করা হয় প্রোমোটারকে।

ঠিক কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, ব্যবসা সংক্রান্ত শত্রুতার জেরেই এই খুন। দেবকুমার পুলিশকে জানিয়েছেন, শনিবার সকালেও কয়েকজন বাড়িতে এসেছিলেন যাঁরা নিজেদের মুর্শিদাবাদের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে পুলিশ নিশ্চিত, এর পিছনে স্থানীয় দুষ্কৃতীদের যোগ আছে।

আরও পড়ুন: অমৃতসরে ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড, হত ৩, জঙ্গি নাশকতা বলে সন্দেহ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.