দমদম স্টেশন চত্বর হকার-মুক্ত করার তৎপরতাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়াল। যাত্রীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে রাস্তা, ফুট ওভারব্রিজ এবং সাবওয়ে সংলগ্ন এলাকা থেকে হকার সরাতে সম্প্রতি তৎপর হয়েছে শিয়ালদহ ডিভিশন। এ দিন শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যশরাম মীনা হকারদের পথ থেকে সরে যেতে বললে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন শাসকদলের হকার সংগঠনের সদস্যরা। স্টেশন মাস্টারের ঘরে গিয়েও বিক্ষোভ দেখানো হয়। তাঁদের অভিযোগ, যশরাম এ নিয়ে কথা বলার সময়ে একটি দোকানের সামনে জলের বোতলের পেটিতে লাথি মারেন। যদিও ওই আধিকারিক অভিযোগ অস্বীকার করেছেন। রেলের দাবি, হকারেরা পথ আটকে রাখায় প্ল্যাটফর্মের পরিসর কমছে। তবে হকারের সমস্যা সমাধানে আলোচনা চান। আবার রেলের পক্ষ থেকে এর আগে দু’বার অভিযান চালানোর চেষ্টা হলেও রাজনৈতিক বাধায় তা করা যায়নি বলে অভিযোগ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)