Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দেশ সকলের, বলল অকাল রাখিবন্ধন

৪০ বছর ধরে কলেজ স্ট্রিট কফি হাউসে কাজ করছেন মহম্মদ ইসলাম। কোনও দিন যে এমন নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হবে, ভাবেননি।

ঐক্য: কফি হাউসের কর্মী মহম্মদ ইসলামের হাতে রাখি পরাচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। শুক্রবার। নিজস্ব চিত্র

ঐক্য: কফি হাউসের কর্মী মহম্মদ ইসলামের হাতে রাখি পরাচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। শুক্রবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ০২:১১
Share: Save:

অকাল রাখিবন্ধন উৎসবে শামিল হয়ে নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতা করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

৪০ বছর ধরে কলেজ স্ট্রিট কফি হাউসে কাজ করছেন মহম্মদ ইসলাম। কোনও দিন যে এমন নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হবে, ভাবেননি। তাই শুক্রবার যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ইসলামকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দিলেন, তাঁর চোখে-মুখে ফিরে এল আত্মবিশ্বাস। বললেন, ‘‘আমাদের পূর্বপুরুষরা একসঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করেছেন। এ দেশ তো সকলের।’’ সম্মতি দিলেন ইসলামের সহকর্মী, কফি হাউসের ক্যাশিয়ার জাহিদ হুসেন। তাঁর কথায়, ‘‘এ দেশ তো মিলেমিশে থাকার দেশ।’’

কফি হাউসের কর্মী থেকে শুরু করে কলেজ স্ট্রিটে যাওয়া মানুষজন— সকলকে রাখি পরিয়ে এ দিন সৌহার্দ্যের বার্তা দিলেন কলকাতা বিশ্ববদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের হাতে ছিল সম্প্রীতির বাণী লেখা পোস্টারও। বাস থামিয়ে পড়ুয়ারা রাখি পরান চালকদেরও। তাঁরা জানালেন, সম্প্রীতির এই উৎসব চালু করেছিলেন রবীন্দ্রনাথ। এই অস্থির সময়ে তাঁরা অকাল রাখিবন্ধন উৎসব করলেন।

পথচলতি এক জনের হাতে রাখি পরিয়ে বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শরমিন শেহনাজ বলেন, ‘‘ধর্ম যার যার, দেশ সবার।’’ আর এক ছাত্র বিকাশ সাউ বলেন, ‘‘অবরোধ বা ভাঙচুর করে নয়, রাখি পরিয়ে আমরা নতুন আইনের বিরোধিতা করলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CAA Rakhi Bandhan Coffee House
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE