জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহার মিলিয়ে ৩০ জন কুষ্ঠ রোগীর প্লাস্টিক সার্জারি করলেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা। ওই হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান রূপনারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে আট চিকিৎসক বুধবার জলপাইগুড়ি মেডিক্যালের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে এই অস্ত্রোপচার করেন। রূপনারায়ণ বলেন, ‘‘কুষ্ঠ আক্রান্তদের প্লাস্টিক সার্জারি করে সমাজের মূল স্রোতে ফেরানোই লক্ষ্য। শুক্রবার পর্যন্ত এই শিবির চলবে।’’ জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, ‘‘কয়েক বছর ধরে জলপাইগুড়িতে এই শিবির বসছে। অস্ত্রোপচারের পরে বেশির ভাগ রোগী স্বাভাবিক জীবনযাপন করছেন।’’ স্বাস্থ্য দফতর সূত্রের খবর, কুষ্ঠ প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রচার হলেও এখনও কুসংস্কার রয়েছে। তাই নিবিড় প্রচার জরুরি বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)