বছরের শুরুতেই বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ বৌবাজার থানার কলুটোলা স্ট্রিট এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের মোড়ে ঘটনাটি ঘটে। ওই কিশোর সাইকেলে চেপে যাচ্ছিল বলে জানা গিয়েছে। লরিটি তাকে ধাক্কা মারলে গুরুতর জখম হয় সে। তাকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম মান্না আলম। তার বাড়ি বিহারের পূর্ণিয়ায়। মান্নার বাবা-মাকে খবর দেওয়া হয়েছে।
গত বছরের ২৮ নভেম্বর সাইকেলে করে স্কুলে যাওয়ার সময়ে বি টি রোডে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গিয়েছে নবম শ্রেণির ছাত্র অরণ্য চক্রবর্তীর। তার দিন কয়েক পরে বাবার সঙ্গে মোটরবাইকে করে স্কুলে যাওয়ার পথে মানিকতলা বাস ডিপোর কাছে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে বছর এগারোর সৃঞ্জয় দত্তের। বছরের শুরুতেই ফের লরির ধাক্কায় মৃত্যু হল আর এক কিশোরের।
পুলিশ সূত্রের খবর, বিহারের পূর্ণিয়ার বাসিন্দা মান্না জ়াকারিয়া স্ট্রিটে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। গত রাতে সাইকেল নিয়ে বেরিয়েছিল সে। এই দুর্ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজারের ফেটাল স্কোয়াড। পুলিশের আর একটি সূত্রের খবর, মান্নার সাইকেলের হ্যান্ডেলটি ছিল লম্বা। কলুটোলা স্ট্রিট এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের মোড়ের কাছে বাঁক নিতে গিয়ে সেটি গার্ডরেলে আটকে যায়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মান্না পড়ে গেলে লরিটি তাকে ধাক্কা মারে। চালক-সহ লরিটি হেফাজতে নিয়েছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)