রাস্তা আছে নামেই। কিন্তু যাতায়াত কার্যত দুরূহ। জায়গায় জায়গায় গর্ত। সামান্য বৃষ্টিতেই গোটা পথ কাদাময়।
রাজপুর-সোনারপুর পুরসভার অধীনে সুভাষগ্রাম মেন রোডের একাংশের চেহারা কতকটা এমনই। সুভাষগ্রাম স্টেশন থেকে বেরিয়ে বিদ্যাধরপুর যাওয়ার পথে এক কিলোমিটার রাস্তা গত দেড় বছর ধরে এমনই করুণ অবস্থায়। স্থানীয় সূত্রের খবর, কেন্দ্রীয় প্রকল্পের আওতায় পানীয় জলের পাইপ বসানোর জন্য বছর খানেক আগে রাস্তা খোঁড়া হয়। কিন্তু পাইপ বসানো শেষ হলেও রাস্তা সারাতে তৎপর হয়নি পুরসভা। আক্ষেপ করে স্থানীয়েরা বলছেন, ‘‘জল প্রকল্পের কাজ শেষ হয়নি। জলও এল না, এ দিকে রাস্তাও গেল!’’
স্থানীয় সূত্রের খবর, বিদ্যাধরপুরের মানুষকে কাছাকাছি সুভাষগ্রাম স্টেশনে যেতে ওই ভাঙা রাস্তার উপরে নির্ভর করতে হয়। কাছাকাছি সোনারপুর বা মল্লিকপুরের বিভিন্ন স্কুলে যাওয়ার জন্য পড়ুয়াদের কাছেও ওই রাস্তাই ভরসা। অফিস কাছারির নানা কাজে কলকাতায় আসার জন্য সুভাষগ্রাম স্টেশনে পৌঁছতেও বিদ্যাধরপুরের মানুষকে ওই রাস্তার উপরেই নির্ভর করতে হয়।