সিন্ডিকেট ব্যবসায় জড়িত রুইস মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার, এয়ারপোর্ট থানার অধীনে গঙ্গানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে।
প্রসঙ্গত, রুইসকে গ্রেফতারের ঠিক আগের দিনই সিন্ডিকেট ব্যবসায় যুক্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ভজাই তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ এবং হায়দার কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ঘনিষ্ঠ ছিল রুইস, জানিয়েছে পুলিশ। গত লোকসভা ভোটের আগেও এক মঞ্চে দেখা গিয়েছে কাকলি আর রুইসকে।
পুলিশ-সূত্রের খবর, বাম আমলে নিউটাউন, থাকদাঁড়িতে গজিয়ে ওঠা সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ছিল গৌরের হাতে। তার শাগরেদ ছিল রুইস-ভজাই। পরে গৌর-রুইস ঝামেলায় দু’পক্ষের এলাকা ভাগ হয়ে যায়। সিন্ডিকেট ব্যবসা শুরু করার পর্যায়ে রুইস মণ্ডল ছিল সেই সময়ের শাসক দল সিপিএম-এর ঘনিষ্ঠ। বাম নেতা অমিতাভ নন্দীর ঘনিষ্ঠ এই ক্যাডারের দাপটে রীতিমতো অস্বস্তিতে থাকত এলাকা। মূলত সল্টলেকের ভেড়ি এলাকাতেই শাসন চালাত রুইস। পরে রাজনীতির পালাবদলে রুইস ঝুঁকে পড়ে তৃণমূলের দিকে।