Advertisement
E-Paper

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি-লিট নেবেন না, জানিয়েছেন সচিন তেন্ডুলকর

সম্প্রতি সচিন ইমেল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দেন, নীতিগত কারণে তাঁর পক্ষে এই সাম্মানিক ডি-লিট গ্রহণ করা সম্ভব নয়। এর পরেই কর্মসমিতির বৈঠকে সচিনের পরিবর্তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী বক্সার মেরি কম-এর নাম চূড়ান্ত হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১০
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট নেবেন না সচিন তেণ্ডুলকর।

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট নেবেন না সচিন তেণ্ডুলকর।

আগেও তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি-লিট নিতে রাজি হননি। এ বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডি-লিট সম্মানও ফিরিয়ে দিলেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর। তাঁর পরিবর্তে ভারতীয় বক্সার মেরি কমকে সাম্মানিক ডি-লিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সচিন নীতিগত কারণেই ওই সম্মান ফিরিয়ে দিয়েছেন।

আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬৩তম সমাবর্তনের অনুষ্ঠানে মাস্টার ব্লাস্টারের হাতে ওই সম্মান তুলে দিতে চেয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই মতো তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছিল। সচিনকে ডি-লিট দেওয়া হবে, এই খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসে উৎসবের আবহ তৈরি হয়। পড়ুয়া থেকে অধ্যাপকে— সকলেই আশায় ছিলেন, তাঁদের প্রিয় ক্রিকেটারকে সামনে থেকে দেখার। কিন্তু, সচিন সেই সাম্মানিক ডি-লিট নিতে অস্বীকার করতেই যেন হঠাৎ করে বিষাদের সুর ক্যাম্পাসে।

সম্প্রতি সচিন ইমেল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দেন, নীতিগত কারণে তাঁর পক্ষে এই সাম্মানিক ডি-লিট গ্রহণ করা সম্ভব নয়। এর পরেই কর্মসমিতির বৈঠকে সচিনের পরিবর্তে কাকে এই সম্মান দেওয়া যায় তা নিয়ে আলোচনা শুরু হয়। দীর্ঘ আলোচনার পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী বক্সার মেরি কম-এর নাম চূড়ান্ত হয়। ইতিমধ্যেই মেরি কমকে বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর তরফে কোনও সম্মতি মেলেনি। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদী, মেরি কমের হাতে সমাবর্তনের দিনই ডি-লিট উঠবে।

আরও পড়ুন: সেতুর হাল খারাপ? এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, বললেন মন্ত্রী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার চিরঞ্জীব ভট্টাচার্যকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “সচিন তেন্ডুলকর নীতিগত ভাবে ডি-লিট নিতে না পারলেও, মেরি কম-এর হাতে আমরা ডি-লিট তুলে দিতে চাই। এ ছাড়াও সমাজের বিশিষ্টদের এই সম্মান দেওয়া হবে। মলিকিউলার বায়োলজিস্ট দীপঙ্কর চট্টোপাধ্যায়কে ডিএসসি উপাধি দিয়েও সম্মানিত করা হবে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে।”

আরও পডু়ন: হোমের মধ্যেই ওয়ার্ডেনকে খুন করল সিরাপ নেশাড়ু পাঁচ কিশোর

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পাঁচ বারের বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম। প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে এশিয়ান গেমসেও সোনা জয় করেছেন তিনি। ২০১২-র অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। চলতি বছর কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে জিতেছেন সোনা। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মবিভূষণ এবং অর্জুন পুরস্কারে সম্মানিত এই সোনার মেয়ে। সব ঠিকঠাক থাকলে যাদবপুরে সমাবর্তন অনুষ্ঠানেও তাঁকে দেখা যাবে বলে আশাবাদী পড়ুয়ারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী ২৪ ডিসেম্বর সমাবর্তনের অনুষ্ঠানে অর্থনীতিবিদ কৌশিক বসু, হেমাটোলজিস্ট মাম্মেন চান্ডি এবং বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষকে বিশ্ববিদ্যালয়ের তরফে ডি-লিট দিয়ে সম্মান জানানো হবে।

Jadavpur University D Litt Sachin Tendulkar Mary Kom
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy