ইস্পাতের কন্টেনার থেকে রক্তচন্দন কাঠ বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেতাজি সুভাষ ডকে দাঁড়িয়ে থাকা একটি ইস্পাতের পাত বোঝাই কন্টেনারের মধ্যে থেকে প্রায় নয় মেট্রিক টন রক্তচন্দনের কাঠ মিলেছে। যা ওই ইস্পাতের পাতের ভিতরে লুকিয়ে পাচার করা হচ্ছিল বলে গোয়েন্দা সূত্রের খবর। ওই কন্টেনারের চালক এবং পরিবহণ সংস্থার বিরুদ্ধে এ নিয়ে রবিবার পশ্চিম বন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিটের একটি বেসরকারি সংস্থা চিনে প্রায় ১৬ মেট্রিক টন ইস্পাতের পাত সরবরাহের দায়িত্ব পেয়েছিল। ওই সংস্থা শুল্ক দফতরের অনুমোদিত একটি বেসরকারি ক্লিয়ারিং সংস্থাকে মালটি চিনে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেয়। তারা আবার একটি পরিবহণ সংস্থাকে ওই পাত শালিমারের গুদাম থেকে নেতাজি সুভাষ ডকে পৌঁছনোর ভার দেয়। প্রায় সাত দিন পরে ওই কন্টেনার নির্দিষ্ট ডকে এসে পৌঁছয়।