Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্রশ্নপত্র ফাঁসের জেরে পরীক্ষা বাতিল

তদন্তে স্কুলের তরফে কেউ দোষী প্রমাণিত হলে আইনাননুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০২:১৬
Share: Save:

একাদশ শ্রেণির হিসাবশাস্ত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ স্বীকার করে সোমবারের ওই পরীক্ষা বাতিল করে দিলেন আইসিএসই বোর্ড অধীনস্থ বেনিয়াপুকুরের অ্যালবানি হল পাবলিক স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার স্কুলের প্রিন্সিপাল টরেন্স জন বলেন, ‘‘সোমবার কোনও ভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তাই একাদশ শ্রেণির ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। আগামী ১৮ মার্চ ফের পরীক্ষা হবে।’’ তিনি আরও জানান, কী ভাবে প্রশ্ন ফাঁস হল সে ব্যাপারে পুলিশের সাহায্য নিয়ে স্কুল তদন্ত শুরু করেছে। তদন্তে স্কুলের তরফে কেউ দোষী প্রমাণিত হলে আইনাননুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার পরীক্ষা শুরুর আগে প্রিন্সিপালের ঘরে গিয়ে অভিভাবকদের একাংশ অভিযোগ তোলেন, দু’দিন আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় তার প্রতিলিপি বিকিয়েছে দু’হাজার টাকায়! দেখা যায়, পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে প্রতিলিপি হুবহু মিলে যাচ্ছে। এর পরেই স্কুলে চাঞ্চল্য ছড়ায়। অভিভাবকদের কয়েক জন স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

মঙ্গলবার পরীক্ষা বাতিল হওয়ার ঘোষণায় অভিভাবকদের একাংশ খুশি। তবে কয়েক জনের দাবি, কী ভাবে প্রশ্নপত্র ফাঁস হল, তার উত্তর দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। তাঁদের মতে, প্রশ্নপত্র ফাঁস হলে পড়ুয়া-মনের উপরেও প্রভাব পড়ে। স্কুলের ‘পেরেন্টস অ্যাসোসিয়েশন’-এর প্রেসিডেন্ট শেখ আসাদুল্লার অভিযোগ, ‘‘কয়েক জন ছাত্র জানিয়েছে, একবার পরীক্ষা দেওয়ার পরে ফের পরীক্ষা দিতে হওয়া মানে ফের নতুন করে পড়াশোনা করে নিজেকে তৈরি করা। পরের বছরেই বোর্ডের পরীক্ষা। ফলে সেই পরীক্ষার প্রস্তুতি নিতেও অসুবিধা হবে।’’ তবে প্রিন্সিপালের দাবি, প্রশ্ন-ফাঁস আটকাতে এ বার থেকে প্রশ্নপত্র তৈরি করার পদ্ধতিগত পরিবর্তন করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICSE Question Leak Examination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE