Advertisement
১৮ এপ্রিল ২০২৪

অরক্ষিত মোড়ে দুর্ঘটনায় পড়ুয়ারা

সিগন্যাল পোস্ট থাকলেও সর্বদা হলুদ আলো জ্বলছে-নিভছে। পাশেই সিগন্যালিং বুথ ভাঙাচোরা অবস্থায় পড়ে। মোড়ে পুলিশও নেই। ফলে, দু’দিক থেকেই অবাধে গাড়ি চলাচল অব্যাহত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ০০:৩৮
Share: Save:

সিগন্যাল পোস্ট থাকলেও সর্বদা হলুদ আলো জ্বলছে-নিভছে। পাশেই সিগন্যালিং বুথ ভাঙাচোরা অবস্থায় পড়ে। মোড়ে পুলিশও নেই। ফলে, দু’দিক থেকেই অবাধে গাড়ি চলাচল অব্যাহত।

বিজন সেতুর কাছে রাসবিহারী কানেক্টর এবং আর কে চ্যাটার্জি রোডের এই অরক্ষিত মোড়ে অকেজো সিগন্যালিং ব্যবস্থার জন্য অতীতেও দুর্ঘটনা ঘটেছে। বুধবার ঠিক সেখানেই আবার দু’টি গাড়ির সংঘর্ষে আহত হলেন দু’জন। আহতদের মধ্যে এক স্কুলপড়ুয়াও রয়েছে। একটি গাড়ির চালক তরুণ দাসকে গ্রেফতার করছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিও।

পুলিশ জানায়, দুপুর পৌনে ১টা নাগাদ আর কে চ্যাটার্জি রোড থেকে জনা দশেক পড়ুয়াকে নিয়ে একটি স্কুলগাড়ি রাসবিহারী কানেক্টরের মোড় পার হচ্ছিল। সেই সময়ে রুবির দিক থেকে বিজন সেতুর দিকে যাচ্ছিল একটি ছোট গাড়ি। অরক্ষিত ওই মোড়ে একসঙ্গে এসে পড়ায় দু’টির ধাক্কা লাগে। ছোট গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওই গাড়িতেও দু’জন স্কুলছাত্র ছিল। তাদের এক জন এবং চালক আহত হয়। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে দু’জনকেই ছেড়ে দেওয়া হয়েছে।

এ দিন দু’টি গাড়িতেই স্কুলপড়ুয়া থাকায় দুর্ঘটনার পরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়েরা। তাঁরাই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে স্কুলপড়ুয়া ও চালককে বার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। স্কুলগাড়িটি থেকেও পড়ুয়াদের বার করে অন্য গাড়িতে বাড়ি পাঠানো হয়।

এই ঘটনায় পুলিশ স্কুলগাড়ির চালককে গ্রেফতার করলেও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জন্য ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থাকেই দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, ‘‘এই মোড়ে সিগন্যালিং পোস্ট লাগানোর পরে কোনও দিনই তাতে লাল বা সবুজ বাতি জ্বলতে দেখা যায়নি। প্রথম থেকেই কেবল হলুদ আলো জ্বলে। অথচ এই মোড়টি ভীষণই বিপজ্জনক। আগেও একাধিক বার এখানে দুর্ঘটনা ঘটেছে। পুলিশকে বারবার বলেও কাজ হয়নি।’’

স্থানীয় বাসিন্দা সুকুমার সরকারের কথায়, ‘‘রাসবিহারী কানেক্টর দিয়ে সব সময়ে জোরে গাড়ি তলে। এ দিকে, এই মোড়ের কাছেই একটি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। ফলে ওই মোড় দিয়েই পড়ুয়া বোঝাই স্কুলগাড়ি নিয়মিত চলাচল করে। সিগন্যাল সবর্দা হলুদ থাকায় চালকেরাও বিভ্রান্ত হয়ে পড়েন।’’

পুলিশের দাবি, মোড়টি তেমন দুর্ঘটনাপ্রবণ নয় বলেই সর্বদা হলুদ আলো জ্বলা-নেভার ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক পুলিশের এক কর্তা বলেন, ‘‘গলি থেকে মূল রাস্তায় সিগন্যাল পোস্টে হলুদ আলো দেখলেই চালককে সাবধানতা অবলম্বন করতে হবে। রাসবিহারী কানেক্টর এবং আর কে চ্যাটার্জি মোড় তেমন বিপজ্জনক নয়। সতর্ক হলেই দুর্ঘটনা এড়ানো যাবে।’’

কিন্তু, হলুদ আলো জ্বললে চালক কতক্ষণ অপেক্ষা করবেন, রাসবিহারী কানেক্টরের গাড়ি হলুদ আলো দেখে কেন সতর্ক হবে না, দু’দিকেই হলুদ আলো জ্বললে কে আগে সতর্ক হবে, কে আগে যাবে — প্রশ্ন থেকেই গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Pool Car
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE