নির্মীয়মাণ ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজের জন্য শিয়ালদহ উড়ালপুল বা বিদ্যাপতি সেতু দিয়ে তিন দিন যান চলাচল বন্ধ রাখতে চান মেট্রো রেল কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো। এ বিষয়ে পুলিশের সঙ্গে মেট্রোকর্তাদের কথা হলেও উড়ালপুল বন্ধ রাখার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
শিয়ালদহ উড়ালপুল তিন দিন বন্ধ রাখা হলে কোন বিকল্প পথ দিয়ে যান চলাচল করানো হবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছেন কলকাতা ট্র্যাফিক পুলিশের কর্তারা। লালবাজার সূত্রের খবর, সোমবার কলকাতা পুলিশ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণ সংস্থা ‘কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড’ (কেএমআরসিএল)-এর কর্তারা যৌথ ভাবে শিয়ালদহের ওই এলাকা পরিদর্শন করেন। সেখানেই মেট্রোর তরফে জানানো হয়, আগামী কয়েক দিনের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গটি বিদ্যাপতি সেতু এলাকা পেরোবে। তাই চলতি সপ্তাহের শেষ দিকে ওই সেতু তিন দিন বন্ধ রাখা জরুরি। পুলিশের তরফে অবশ্য এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কলকাতা পুলিশের ডিসি (ট্র্যাফিক) রূপেশ কুমার জানান, সবটাই এখন আলোচনার স্তরে রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ভূগর্ভের যে অংশে সুড়ঙ্গ কাটার কাজ হবে, তার উপরে রয়েছে শিশির মার্কেটের একটি অংশ। ওই অংশের দোকানপাট সেই ক’দিন বন্ধ রাখা হতে পারে বলে পুলিশ সূত্রের খবর।
ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, উত্তরে টালা সেতু এখন নেই। ফলে সেখানে গাড়ি ঘুরপথে চলছে। এ বার বিদ্যাপতি সেতু বন্ধ থাকলে উত্তর কলকাতার বাসিন্দাদের ভোগান্তি যাতে না বাড়ে, সে কথা মাথায় রেখেই বিকল্প রাস্তার পরিকল্পনা করা হচ্ছে।