স্বাস্থ্য পরীক্ষার জন্য টানা তিন দিন বন্ধ রাখা হতে পারে শিয়ালদহের বিদ্যাপতি সেতু। ওই সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কেএমডিএ জানিয়েছে, আগামী ১৫ অগস্ট বিকেল থেকে ১৮ অগস্ট বিকেল পর্যন্ত (টানা ৭২ ঘণ্টা) সেতুটি বন্ধ রাখতে চায় তারা। সূত্রের খবর, প্রাথমিক ভাবে ওই সিদ্ধান্তের কথা পুলিশকে জানিয়েছেন কেএমডিএ কর্তৃপক্ষ।
লালবাজার অবশ্য জানিয়েছে, কেএমডিএ-র তরফে বুধবার রাত পর্যন্ত সরকারি ভাবে এমন কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে ৭২ ঘণ্টা সেতু বন্ধ রাখার বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যেই এ দিন আলোচনা হয়েছে। সেখানেই ওই সেতুতে তিন দিন যান চলাচল বন্ধ রাখার ব্যাপারে প্রাথমিক ভাবে সম্মতি দিয়েছে পুলিশ।
এ দিন ওই সেতু পরিদর্শনে আসেন কলকাতা ট্র্যাফিক পুলিশের ডেপুটি কমিশনার সন্তোষ পান্ডে। সঙ্গে ছিলেন শিয়ালদহ এলাকার তিনটি থানা, ট্র্যাফিক পুলিশ এবং কেএমডিএ-র আধিকারিকেরা। পুলিশের একটি অংশ জানিয়েছে, সেতুর স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি কেএমডিএ-র তরফে আগেই জানানো হয়েছিল। সেই সময়ে তারা আগামী শনিবার থেকে সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখতে বলেছিল। কিন্তু শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ ওই সেতু বন্ধ রাখলে দক্ষিণ এবং উত্তর কলকাতার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই পুলিশ ছুটি দেখে দিন ঠিক করতে বলে কেএমডিএ-কে। সেই মতো কেএমডিএ নতুন দিন ঠিক করেছে।